‘রুমকি-ঝুমকি’র ‘ঝুমকি’ আর নেই! লক্ষ্মীবারেই বোনকে হারিয়ে শোকস্তব্ধ দেবশ্রী রায়
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রুমকি-ঝুমকির জুটিকে চেনেন না, এমন সিনেপ্রেমী বোধহয় খুব কমই আছেন। এক সময় জুটি বেঁধে কত পারফর্মেন্স করেছেন দুই বোন। রুমকি হলেন দেবশ্রী রায় এবং তাঁর বোন ঝুমা রায়ের নাম ছিল ঝুমকি। এ বার ভেঙে গেল সেই জুটি। বোনকে হারিয়ে ফেললেন দেবশ্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা হন অভিনেত্রীর বোন ঝুমা। এমনই শোনা যাচ্ছে, হাসপাতালে পৌঁছানোর সুযোগটুকুও নাকি দেননি তিনি। প্রথমে হঠাৎই অসুস্থবোধ, তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু রাস্তায় গাড়ির মধ্যেই মারা যান তিনি।
এই তো কিছুদিন আগের ঘটনা। ঘরোয়া একটি অনুষ্ঠানে চেনা ছন্দে ধরা দিয়েছিলেন দুই বোন। একেবারে ফুরফুরে মেজাজে গান ধরেছিলেন তাঁরা। কিছুদিন পেরোতেই এমন দুঃসংবাদ। জানা যাচ্ছে, ঝুমা রায়ের মৃত্যুর খবর পেয়ে মুম্বই থেকে আসছেন বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দাদা রাজা মুখোপাধ্যায়। সম্পর্কে তাঁদের নিজের মাসি হন দেবশ্রী এবং ঝুমা।
দিন কয়েক আগেই দেবশ্রীর বন্ধু তথা অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও নিজের ভাইকে হারিয়েছেন। তাঁরও হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল।