হেসেখেলে ইংল্যান্ডের ৫০০ পার, ৩ কিংবদন্তিকে টপকে রুটের সামনে শুধু শচীন

রুট যেন জয়ের রাস্তাটাই ইংল্যান্ডকে দেখিয়ে দিলেন। ম্যাঞ্চেস্টারে হেসেখেলেই ৫০০ পার করে ফেলল ইংল্যান্ড। তৃতীয় দিনেই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। ভারতের প্রথম ইনিংসে ৩৫৮ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪। লিড ১৮৬ রানের। জ্যাক ক্রলি, ডাকেটদের দেখানো পথেই এদিন তরতর করে এগিয়ে যায় ইংরেজরা। সেখানে ভোঁতা হয়ে যায় বুমরাহ-সিরা-কম্বোজদের শান দেওয়া বোলিং। অলি পোপ ৭১ রানে ফিরলেও রুট যেন শিকড় বিস্তার করেই উইকেটে আটকে ছিলেন। থামলেন যখন, তখন তাঁর নামের পাশে ১৫০ রান। ২৪৮ বলে ১৪ চারের সাহায্যে তিনি এই রান করেন।

তাতে একাধিক রেকর্ডও গড়েন। একদিনেই সেরা তিন কিংবদন্তিকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর জায়গা দখল করেছেন জো রুট। লাল বলের ক্রিকেটে রান সংগ্রহের তালিকায় এখন ইংল্যান্ডের ব্যাটিং মহাতারকার ওপরে রয়েছেন শুধু শচীন তেন্ডুলকর। প্রথম সেশনে ব্যক্তিগত ৩০ রানে পৌঁছে রুট পেছনে ফেলেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে (১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান)। পরের বলেই কভার অঞ্চলে সিঙ্গেল নিয়ে ৩৪ বছর বয়সী ইংরেজ তারকা ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসকে (১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান)। এরপর অংশুল কম্বোজের বলে ডিপ পয়েন্টে এক রান নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকেও (১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান) অতিক্রম করেন রুট। তখন তার ব্যক্তিগত রান ছিল ১২০। এটা রুটের ৩৮তম সেঞ্চুরি। রুটের আউটের পর অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে ইংল্যান্ড। ১৩৪ বলে ৬ চারে ৭৭ রান নিয়ে উইকেটে আছেন স্টোকস। তাঁর সঙ্গী লিয়াম ডসনের রান ২১। এর আগে ২ উইকেটে ২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। বাকি তিন প্রধান পেয়েছেন ১টা করে উইকেট। পন্থের চোট, বুমরাহ ফ্লপ সব নিয়ে ম্যাঞ্চেস্টারে ভারতীয় শিবিরেই যেন জমে যাচ্ছে একরাশ কালো মেঘ।