“কাঁটা লগা” খ্যাত শেফালি জরিওয়ালার প্রয়াণ, মাত্র ৪২-এ থেমে গেল উজ্জ্বল জীবনের ছন্দ

0



বলিউড ও মিউজিক ভিডিও দুনিয়ায় এক সময় ঝড় তোলা কাঁটা লগা’ গার্ল শেফালি জরিওয়ালা প্রয়াত।  শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী ও প্রাক্তন ‘বিগ বস ১৩’ প্রতিযোগী। বয়স মাত্র ৪২।
২৭ তারিখ রাত ১১:২৫ নাগাদ মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী এবং আরও তিনজন। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। হাসপাতালের রিসেপশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে—“শেফালিকে মৃত অবস্থাতেই আনা হয়।”
২০০০-এর দশকের শুরুতে ‘কাঁটা লগা’ রিমিক্স ভিডিওতেই বিখ্যাত হন শেফালি। সাহসী ও আত্মবিশ্বাসী উপস্থিতি তাঁকে রাতারাতি পরিচিতি দেয়। এরপর ২০০৪ সালে ডেভিড ধওয়ানের পরিচালনায় ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে সলমন খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেন। যদিও বড় পর্দায় তাঁকে সেভাবে আর দেখা যায়নি, তবুও রিয়্যালিটি শো ‘নাচ বালিয়ে’ ও ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে নতুনভাবে লাইমলাইটে ফেরেন তিনি।
শেফালির ব্যক্তিগত জীবনও কম আলোচনায় ছিল না। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় ছিলেন বেশ সক্রিয়। খোলামেলা মত প্রকাশ, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং নারী অধিকারের পক্ষে জোরালো অবস্থান-সব মিলিয়ে নিজস্ব এক বলিষ্ঠ পরিচয় গড়ে তুলেছিলেন তিনি।
তাঁর হঠাৎ চলে যাওয়ায় শোকস্তব্ধ বলিউড। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে শ্রদ্ধার্ঘ্য, স্মৃতিচারণ।
পরিবারের তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি না এলেও, মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে হৃদরোগকেই দায়ী করা হয়েছে। শেষকৃত্য সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *