৩৩ বছরে প্রথমবার, জাতীয় পুরস্কারজয়ী ‘জওয়ান’ শাহরুখকে শুভেচ্ছা কমল হাসানের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

তাঁকে ঘিরে চর্চা ১২ মাসই। তবে এই মুহুর্তে যেন একটু বেশিই ধ্বনিত হচ্ছে তাঁর নাম। তিনি শাহরুখ খান। দেশ এবং দেশের বাইরে তাঁর জয়জয়কার থাকলেও দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে একটাই ছিল আক্ষেপ। জাতীয় পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবিটির হাত ধরেই সেই আক্ষেপ ঘুচল বাদশার। তারকা থেকে অনুরাগী, সকলেই ৭১তম জাতীয় পুরস্কারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। বাদ গেলেন না কমল হাসানও।

প্রায় ২৫ বছর আগে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। কমল হাসানের হাত ধরেই তামিল ছবিতে হাতেখড়ি হয় শাহরুখের। নিজের ছবির নায়ক জাতীয় স্তরে সম্মানিত হয়েছেন, শুভেচ্ছা না জানালে হয়! সমাজমাধ্যমে কমল হাসান লিখলেন, “অনেক শুভেচ্ছা তোমাকে শাহরুখ। ‘জওয়ান’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হলে তুমি। বিশ্ব চলচ্চিত্রে তোমার অবদান যেন স্বীকৃতি পেল।”

শাহরুখের পাশাপাশি বিধু বিনোদ চোপড়া এবং বিক্রান্ত মাসেকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। তাঁদের ছবি ‘টুয়েল্ভথ ফেল’ও সম্মানিত হয়েছে জাতীয় স্তরে। একইসঙ্গে উল্লেখ করেন রানি মুখোপাধ্যায়ের কথাও। ‘মিসেস ট্যাচার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এ দিন কমল হাসান লেখেন, “টুয়েল্ভথ ফেল’ এমন একটি মাস্টারপিস যা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। অভিনন্দন, বিধু বিনোদ চোপড়া এবং বিক্রান্ত মাসেকে এই সম্মানের জন্য। রানী মুখোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছিলেন, তা একেবারেই যোগ্য এই স্বীকৃতির জন্য।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *