শাকিবের বাহুলগ্না বুবলী! আমেরিকায় একান্তে দু’জনে, অপু অতীত?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
একান্তে সময় কাটাচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী। সুদূর আমেরিকা থেকে দোহের অন্তরঙ্গ মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটমহলে আলোচনা শুরু। কী করছেন দুই প্রাক্তন?
দু’বছর আগের ঘটনা। বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গী হয়েছিলেন প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। শাকিব জানিয়েছিলেন, ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়েও ঘুরতে যাবেন তিনি। যেমন কথা তেমন কাজ। এমনিতেই বাবার দায়িত্বে বরাবরই অনড় থেকেছেন শাকিব। বিবাহবিচ্ছেদ হলেও দুই সন্তানকে কখনও কাছছাড়া করেননি অভিনেতা। ছোট ছেলেকে নিয়ে সুদূর আমেরিকায় পাড়ি দিলেন তিনি। এ বার সঙ্গী হলেন প্রাক্তন বুবলী।

আমেরিকা সফরের কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী বুবলী। কখনও ছেলে বীর এবং শাকিবকে নিয়ে বসে রয়েছেন। আবার কখনও প্রাক্তন স্বামীর হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘লাইফ ইন ইউএসএ’। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশ্ন, ‘আবারও কি এক হলেন শাকিব-বুবলী?’ অনেকে আবার খোঁজ করছেন অপু বিশ্বাসেরও।
দুই বছর আগে বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন শাকিব। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা এবং আরও কয়েকটি শহর ঘুরেছিলেন তিনি। দেশে ফিরে বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।” সেই সঙ্গে জানিয়েছিলেন, সুযোগ পেলে ছোট ছেলে বীরকেও এমন অভিজ্ঞতা দিতে চান তিনি। সেই কথাই রাখলেন তিনি।
