রুপোলি পর্দা থেকে সংসদ! কমল হাসান এ বার বসবেন রাজ্যসভায়

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই ডিএমকে জোটে যোগ দিয়েছিল কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়াম। শর্ত ছিল, হয় তিনি লোকসভা নির্বাচনে লড়বেন, নাহলে রাজ্যসভায় আসন নেবেন। কথামতো তাই হল। লোকসভা নির্বাচনে লড়েননি কমল হাসান। চুক্তি অনুযায়ী এ বার রাজ্যসভায় আসন পেতে চলেছেন তিনি। ডিএমকে জানিয়েছে, নির্বাচনী চুক্তি অনুসারে জোটের মাধ্যমে রাজ্যসভা নির্বাচনে হাসানকে প্রার্থী করতে চলেছেন তাঁরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *