কৃষভি আসায় কি কমেছে আদর? ‘বৌয়ের বেশি আদরে বাঁদর হয়ে যাব’, খোশমেজাজে কাঞ্চন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিতর্কে বিশেষ কান দেননি কখনই। বরং কন্যা কৃষভিকে নিয়ে দারুণ সংসার করছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। দিঘায় সেরেছেন দ্বিতীয় মধুচন্দ্রিমা। সবমিলিয়ে বেশ আদুরে সময়ই কাটাচ্ছেন তারকাদম্পতি। কন্যা আসার পর কি একটু হলেও ভাগ বসেছে একে অপরের আদরে? প্রশ্ন করতেই হেসে ওঠেন শ্রীময়ী। বলেন, “আমার আদর আরও বেড়ে গিয়েছে। কাঞ্চন যদি সবসময় বসে আদর খায় তাহলে কাজ কীভাবে হবে?”
পাশ থেকে কাঞ্চন মজা করে বলে ওঠেন, “বৌয়ের বেশি আদর খেলে বাঁদর হয়ে যাব।” শ্রী যোগ করেন, “কৃষভি আসার পর আদর করার জন্য এমন একজনকে পেয়েছি, যার জন্য কাঞ্চনের মনে কোনও হিংসে নেই।”
কাঞ্চন-শ্রীময়ী জানান, কন্যা আসার আগে বরং এত বেশি ডেটে যাওয়া হত না তারকাজুটির। অভিনেত্রী বলেন, “আমরা আগে তেমন ‘ডেটিং’য়ের মানে বুঝতাম না। সারাদিনের পর কাঞ্চনের সঙ্গে সামান্য কথা হত অথবা আমরা চিঠি লেখালিখি করতাম। তাতেই গায়ে কাঁটা দিত। বরং কৃষভি আসার পর এখন আমরা আরও ঘুরতে যেতে পারি। কৃষভি অনেক ছোট। তাই এখন যেতে পারে না। ওকে খুব মিস করি তখন।”