সাইয়ারা’র আয়কেও ছাপিয়ে গেল ‘কান্তারা: চ্যাপ্টার ১’, কত টাকা ঘরে তুলল এই ছবি?

0




তথাকথিত তারকাহীন সাইয়ারা রীতিমতো বিস্ফোরণই ঘটিয়ে দিয়েছিল বক্সঅফিসে। আয়ের নিরিখে একের পর এক রেকর্ড গড়েছিল রিলিজ হতেই। এ বার পাল্টা ঝড় তুলেছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। এর আগে ২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা’ দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন ঋষভ, এ বার সেই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ১’ অনেক বড় বাজেটের সিনেমাকেও পিছনে ফেলেছে। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর ঋষভ শেঠি যেন সে প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন। ট্রেড অ্যানালিটিক্স সংস্থা স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে ৩৩৭.৪ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পর নবম দিনে ছবিটি সংগ্রহ করেছে ২২.২৫ কোটি টাকা, আর দশম দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি টাকা। এগারো নম্বর দিনে (১২ অক্টোবর) ছবিটির মোট ঘরোয়া কালেকশন দাঁড়ায় ৪৩৭.৬৫ কোটি টাকা, যা প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারনের ‘সালার: পার্ট ১ – সিজফায়ার’ (৪০৬.৪৫ কোটি) এবং রাজামৌলির ‘বাহুবলী – দ্য বিগিনিং’ (৪২০ কোটি)-এর আজীবন আয়কেও ছাড়িয়ে গিয়েছে।  এমনকি ‘সাইয়ারা’ ভারতে ৪০৯ কোটি টাকা আয় করে। রজনীকান্তর ‘জেলার’কেও ছাড়িয়ে গেছে, যা ৪০৭ কোটি টাকা আয় করেছে। বর্তমানে এটা বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, শুধুমাত্র ‘ছাবা’-র পিছনে।
‘কান্তারা:১’-এর সাফল্যের পেছনে রয়েছে বেশ কিছু কারণ। মূল ছবির মতোই এই গল্পেও গ্রামীণ সংস্কৃতি, লোকবিশ্বাস এবং দেবত্বের শক্তিকে কেন্দ্র করে এক রোমাঞ্চকর কাহিনি উঠে এসেছে। ঋষভ শেট্টি নিজেই অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়, আর তাঁর পরিচালনাতেও ফুটে উঠেছে সেই মাটির টান। পুরনো ছবির আবেগ বজায় রেখে নতুন দিক উন্মোচন করেছে এই প্রিক্যুয়েল। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম ও হিন্দি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *