অস্কারে ভারতের বাজি! প্রতিনিধিত্ব করবে করণ জোহরের ‘হোমবাউন্ড’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে নিরজ ঘাওয়ান পরিচালিত ও করণ জোহর প্রযোজিত ছবি ‘হোমবাউন্ড’। তাঁর আগেই সুখবর। শুক্রবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ বৈঠকে নানা ভাষার ভারতের ২৪ টি ছবি থেকে বেছে নেওয়া হল এই ছবিকে।
নীরজের এই ছবিতে ফুটে উঠবে দুই বন্ধুর গল্প। ছবির ঝলক ইতিমধ্যেই মন জয় করেছে সকলের। ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর-সহ এক ঝাঁক তারকা নিয়ে তৈরি এই ছবিই আগামী প্রতিনিধিত্ব করতে চলেছে ভারতের। তালিকায় রয়েছে অনুপম খের পরিচালিত ‘তনভি দ্য গ্রেট’, আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’, অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’, সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’-এর মতো ছবি।