তাঁর কণ্ঠেই এক সময়ে ছবির একের পর এক গান! ‘ভাই’ জুবিনের প্রয়াণে কী প্রতিক্রিয়া দেবের?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘প্রেম কী বুঝিনি’ থেকে শুরু করে ‘মন মানে না’, একটা প্রজন্মের সিনেপ্রেমীরা জানেন, এক সময়ে দেবের গান মানেই তাঁর কণ্ঠশিল্পীর তালিকায় তাঁর নাম থাকবেই। তিনি হলেন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘বলো না তুমি আমার’, ‘খোকা ৪২০’-এর মতো ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। শুক্রবার তাঁর অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না স্বয়ং দেবও।
বয়স মাত্র ৫২। বিদেশে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়েই প্রাণ গেল তাঁর। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গিয়েই এই বিপত্তি। আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান তিনি। তার পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলার বিনোদন দুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। ছবি পোস্ট করে দেব লেখেন, ‘মিস করব তোমায় ভাই। তোমার আত্মার শান্তি কামনা করি।’
জন্মসূত্রে অসমের হলেও টলিউড এবং বলিউড, দুই ক্ষেত্রেই পসার জমিয়েছিলেন প্রয়াত গায়ক। যদিও বছরখানেক ধরেই শরীর ভালো যাচ্ছিল না জুবিনের। অনুরাগীদের কথায়, তাঁদের প্রিয় গায়ক নাকি ‘হারিয়ে গিয়েছিলেন কোথায়…’ একাধিক বার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অতিরিক্ত মদ্যপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা নিয়ে। তবুও সেই অর্থে গায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি কোনওদিনই। প্রিয় তারকার চলে যাওয়া তাই মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীমহল।
