হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়, তার কিছু মুহূর্ত আগেই…

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছিলেন অহমদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে। সমবেদনা জানিয়েছিলেন মৃতের পরিবারদেরও। তার কিছু ঘণ্টা পরেই হৃদরোগে আক্রান্ত! মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। লন্ডনে পোলো খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। তার পরেই এই খবর।

২০০৩ সালে সঞ্জয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। যদিও সেই দাম্পত্যজীবন খুব বেশি বছর স্থায়ী হয়নি। ২০০৫ সালেই নাকি আলাদা হতে চেয়েছিলেন তাঁরা। ২০১৬ সালেই পাকাপাকিভাবে ছাদ আলাদা হয় তাঁদের। তারকা দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে কম আলোচনা হয়নি একসময়। এক সাক্ষাৎকারে করিশ্মা নিজেই জানিয়েছিলেন, বিয়ের পরের দিন থেকেই তাঁর স্বামী সঞ্জয় এবং শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর মানসিক অত্যাচার করতে আরম্ভ করেন।

এখানেই শেষ নয়। করিশ্মা বলেন মধুচন্দ্রিমার রাতে তাঁর স্বামী তাঁর বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ারও প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ওই বন্ধুর কাছে করিশ্মার মূল্য পর্যন্ত নির্ধারণ করেছিলেন। এমন ভয়ঙ্কর প্রস্তাবে রাজি না হওয়ায় সঞ্জয় তাঁর উপর শারীরিক অত্যাচার আরম্ভ করেন। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, তাঁর সঙ্গে বিয়ের পরেও সঞ্জয় তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। সেই নিয়েও মানসিকভাবে নানা অত্যাচার সহ্য করতে হত করিশ্মাকে। ২০১৬ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাঁদের ছেলে এবং মেয়ে দুজনেই থাকে করিশ্মার কাছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *