করুণ দশা থেকেই ভারতকে টানছেন করুণ, বৃষ্টিবিঘ্নিত ওভালে চাপে ভারত

0




ভারতকে করুণ পরিণতির হাত থেকে বাঁচাচ্ছেন করুণ নায়ার। বৃষ্টিবিঘ্নিত ওভালের প্রথম দিন ভারত ৬ উইকেট হারিয়ে তুলেছে ২০৪ রান। প্রথম সারির ব্যাটাররা কেউই আর নেই একমাত্র করুণ নায়ার ছাড়া। তিনি ৫২ রানে অপরাজিত। সঙ্গী ওল্ড ট্র্যাফোর্ডে অপরাজিত থাকা ওয়াশিংটন সুন্দর। তিনি রয়েছেন ১৯ রানে।
এদিনও টসে হারেন শুভমন গিল। টস জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেন স্টোকসের পরিবর্তে ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। ভারত এই নিয়ে ১৫তম আন্তর্জাতিক ম্যাচে টসে হারল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাই ভাল হয়নি ভারতের। উইকেটে পর্যাপ্ত ঘাস, মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে বৃষ্টি, তারই ফায়দা তোলে ইংল্যান্ড বোলাররা। পঞ্চম টেস্টে দলে ফিরেই জ্বলে উঠলেন গাস অ্যাটকিনসন ম্যাচের তৃতীয় ওভারেই ফেরান যশস্বী জয়সওয়ালকে। তাঁর ইনস্যুইং ডেলিভারি খেলতে গিয়ে লাইন মিস করেন যশস্বী। ৯ বলে মাত্র ২ রান করে আউট হন।  এরপর উইকেটে টিঁকে থাকার চেষ্টা করেছিলেন কেএল রাহুল ও সাই সুদর্শন। কিন্তু ক্রিস ওকসের ডেলিভারিতে কেএল রাহুলের ব্যাটে লেগে বল লাগে উইকেটে। ৪০ বলে ১৪ রান করে আউট হন তিনি। এরপর নামেন গিল। বেশ সপ্রতিভভাবেই পরপর দুই কিংবদন্তি গ্যারি সোবার্স ও সুনীল গাভাসকরের রেকর্ড ভেঙে এগিয়ে যেতে থাকেন। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ২৩ ওভার খেলে ভারতীয় দল দুই উইকেট হারিয়ে ৭২ রান তোলে লাঞ্চের আগে।এরপর বৃষ্টি থামলে খেলা শুরু হলে ছন্দপতন হয় গিলের।  বোঝাপড়ার ভুলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল। গাস অ্যাটকিনসন নিজের ফলো থ্রুতে বল ধরে ডিরেক্ট হিটে স্টাম্প ভেঙে দেন ইংরেজ বোলার। ২১ রানে ফেরেন গিল। এরপর সুদর্শন ফেরেন ব্যক্তিগত ৩৮ রান করে। টিঁকতে পারেননি জাদেজাও। করেন মাত্র ৯ রান। ভারত যখন পঞ্চম উইকেট হারায় তখন রান সবে ১২৩। জীবনদান পেয়েও কাজে লাগাতে ব্যর্থ জুরেল। বল ছাড়তে গিয়ে তা প্যাডে লাগায় আম্পায়ার তাঁকে এলবিডব্লু আউট দিয়েছিলেন। সফল রিভিউ করে নট আউট হন তিনি। তবে ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ১৯ রানে ফেরেন পন্থের পরিবর্তে খেলতে নামা জুরেল। ১৫৩ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। বাকিটা টেনে নিয়ে যায় সুন্দর-নায়ার জুটি। সিরিজে প্রথম অর্ধশতরান হাঁকালেন করুণ নায়ার। টেস্ট ক্রিকেটার হিসেবে তাঁর ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এই ম্যাচেই। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *