অমিতাভ বচ্চনের জায়গায় থাকলে আগে দুটো চড় কষাতাম’, কেবিসি জুনিয়রে প্রতিযোগীর নিয়ম শেখাবেন না মন্তব্যে ঝড় নেট দুনিয়ায়

0




গুরুজনের প্রতি সম্মান নেই? এই শিক্ষা? একেবারে মুখের ওপর ঔদ্ধত্য? অমিতাভ বচ্চনের সঙ্গে ক্লাস ফাইভের বাচ্চার আচরণ দেখে প্রশ্ন তুললেন নেটিজেনরাই। সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানে এক বাচ্চার এমন আচরণেই ক্ষুব্ধ যেন নেটপাড়া! কেবিসি জুনিয়র ভার্সনে ১০ বছরের এক পড়ুয়াকে হট সিটে দেখা যায়৷ ভাইরাল ভিডিয়োতে উঠে আসে, অমিতাভ বচ্চন যখন তাকে প্রশ্ন করেন, তখন সেই খুদে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে খারাপভাবে উত্তর দেন। ২ মিনিটের ভাইরাল ভিডিয়োতে পঞ্চম শ্রেণির ওই পড়ুয়া যেভাবে অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলেছেন তা নিয়ে তোলপাড় নেটপাড়া৷পড়ুয়াকে যখন বিগ বি খেলার নিয়ম নিয়ে বোঝাচ্ছিলেন তখন খুদে বলে ওঠে, ‘আমাকে নিয়ম বলো না, আমি জানি।’ এরপর অমিতাভ বচ্চন প্রশ্ন করার আগেই সে উত্তর দিতে থাকে৷ এমনকী, সেই খুদে বলে, ‘এটা কোনও প্রশ্ন হল নাকি !’ যদিও এই কথার উত্তরে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে অমিতাভ বচ্চন খেলা চালিয়ে নিয়ে যান। কিন্তু এরপরই যখন ২৫ হাজার টাকার প্রশ্ন আসে, তখন কিছুটা থতমত খেয়ে যায় ওই ছোট্ট প্রতিযোগী।  ‘রামায়ণ’ সম্পর্কিত প্রশ্নের উত্তর ভুল দিলে একটা টাকাও না জিতে খেলার শুরুতেই হটসিট ছাড়তে হয়।তার আচরণ যে একদম বয়সোচিত নয় সেটাও কৌশলে জানিয়ে দেন বিগ বি। বলেন, ‘কখনও সখনও অধিক আত্মবিশ্বাসের জেরে বাচ্চারা ভুল করে বসে।’  তবে ছেলেটির আচরণে অবাক হয়ে যান নেটপাড়া, পাশাপাশি অমিতাভ বচ্চনের ধৈর্যের প্রশংসাও করেছেন সকলে। অনেকে তার মা-বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছেন। বলছেন, ‘বাবা-মা ঠিক শিক্ষা দেয়নি বলেই ও এত বেয়াদপ।’ আর একজন লেখেন, ‘আপনার সন্তানের জ্ঞান থাকতেই পারে, কিন্তু ওর যদি আদবকায়দা না থাকে বা বড়দের সামনে কীভাবে কথা বলতে হয় তা না জানে, তাহলে ও জীবনে সফল হতে পারবে না। আমি অমিতাভ বচ্চনের জায়গায় থাকলে আগে দুটো চড় কষাতাম, তারপর প্রশ্ন করতাম’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *