জন্মদিনেই ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ, কৌশিক বললেন, ‘এর থেকে বড় উপহার আর কী!’
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ভক্তদের লম্বা লাইন। সেজে উঠছে নজরুল মঞ্চ। রাত পোহালেই শেষ বিশেষ দিন। বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ ছবির ট্রেলার মুক্তি পাবে এই দিনেই। তার আগে ভাগেই অনুষ্ঠানের পাস সংগ্রহ করতে নজরুল মঞ্চে লাইন দিয়েছেন অগুন্তি দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির অনুরাগীরা। দর্শকদের এই উন্মাদনা দেখে বেজায় খুশি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। ট্রেলার মুক্তির আগের দিন প্রস্তুতি সরেজমিনে দেখতে এসেছিলেন তিনি। কী বললেন আডিশনকে?
সোমবার, ৪ অগাস্ট পরিচালকের জন্মদিন। আর সেই দিনেই তাঁর ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। কেমন এই অনুভূতি? আডিশনের তরফে প্রশ্ন করতেই আপ্লুত কণ্ঠে কৌশিক বললেন, “আর কী চাই! দারুণ তো। এর থেকে আর ভাল উপহার কিছু হয়!” প্রস্তুতি কতদূর এগিয়েছে?
কৌশিক বলেন, “দারুণ। খুব সুন্দর। বিরাট করে আয়োজন করেছে। খুবই উত্তেজিত। মজা হবে কাল।” পাশাপাশি তিনি সংবাদমাধ্যমের কর্মীদেরকেও উপদেশ দেন বেশি দেরি না করতে। তিনি বলেন, “সবাই আগে আগে চলে আসবে। লাস্ট মিনিট দেরি করবেন না।”
রুপোলি পর্দায় বরাবরই জনপ্রিয় দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। পর্দায় তাঁদের রসায়ন যেমন নজর কেড়েছে দর্শকদের, তেমনই তা গড়িয়েছিল পর্দার বাইরেও। দোহের প্রেম থেকে বিচ্ছেদ, সবকিছুরই সাক্ষী অনুরাগীরা। তবে শেষবারের মতো পর্দায় তারকাজুটির দেখা মিলেছিল ২০১২ সালে। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সময়। বদলেছে সম্পর্কের সমীকরণ। অবশেষে প্রায় ৯ বছর পর মুক্তি পাচ্ছে তাঁদের অভিনীত এখনও পর্যন্ত শেষ ছবি ‘ধূমকেতু’। অপেক্ষা ১৪ অগাস্টের।