জুবিনের সুরে বনভূমির শ্রদ্ধাঞ্জলি, কাজিরাঙায় সদ্যজাত হস্তিশাবকের নাম ‘মায়াবিনী’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কাজিরাঙা জাতীয় উদ্যান মানেই এক অন্যরকম আবেগ, নতুন জীবনের স্পন্দন। আর সেই জঙ্গলের সবথেকে আদুরে হাতি কুঁয়ারি যখন বিশ্ব পশু দিবসে এক ফুটফুটে শাবকের জন্ম দিল, তখন যেন খুশির হাওয়া বইল গোটা অভয়ারণ্য জুড়েই। ঠিক যেন পরিবারে নতুন এক অতিথি এসেছে। তবে এই আনন্দ আরও গভীর হল এক মিষ্টি শ্রদ্ধার্ঘ্যের হাত ধরে।

অসমের ভূমিপুত্র, জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে রাজ্যের মনটা এখনও ভারাক্রান্ত। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল-এ গান গাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় স্কুবা ডাইভিং করতে গিয়ে অনভিপ্রেত দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। প্রিয় শিল্পীর চলে যাওয়ায় শোকস্তব্ধ অসম সহ সমস্ত ভক্তদের মন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে অসম সরকার নানারকম পদক্ষেপ করছে। এর মধ্যেই বনমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি নিলেন এক অভিনব উদ্যোগ।

কাজিরাঙার নতুন অতিথির নাম রাখা হল জুবিন গর্গের জনপ্রিয় গানের সুরে— ‘মায়াবিনী’। কাজটি করেছেন পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী। মন্ত্রী নিজে ‘X’-এ এই খবর জানান, ‘বিশ্ব পশু দিবসে মন ভাল করা খবর— কাজিরাঙার হাতি কুঁয়ারি জন্ম দিয়েছে এক সুস্থ স্ত্রী শাবকের! অজস্র ভালবাসা ও গণ-শুভেচ্ছার সাথে তাকে ‘মায়াবিনী’ নাম দেওয়া হল— যা বন্যপ্রাণে নতুন জীবন, আশা আর ঐক্যের প্রতীক।’

কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা সোনালী ঘোষ জানান, জুবিন গর্গ ছিলেন একজন প্রকৃত পশুপ্ৰেমী এবং পরিবেশের প্রতি সর্বদা সচেতন। তাঁর পরিবেশ ও বন্যপ্রাণ নিয়ে সচেতনতা এবং ভালবাসার প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। মন্ত্রী পাটোয়ারি মনে করেন, “হস্তিশাবকটির নামকরণ করা হয়েছে ‘মায়াবিনী’, যা জঙ্গলের জীবনযাত্রায় নতুন এক আলোর সঞ্চার করে।” কাজিরাঙার প্রায় ২,০০০ হাতির পরিবারে ‘মায়াবিনী’র আগমন কেবলই নতুন এক প্রাণের বার্তা নয়, এটি একটি ভালবাসার বন্ধন যা একজন শিল্পীর সৃষ্টির মধ্য দিয়ে প্রকৃতিকে ছুঁয়ে গেল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *