‘ছবি নয়, শুধুই আশীর্বাদ’—পাপারাজ্জিদের ‘মিষ্টি’র প্যাকেট দিয়ে অনুরোধ সিদ্ধার্থ-কিয়ারা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত ১৫ জুলাই, ২০২৫-এ বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি’র কোল আলো করে এসেছে তাঁদের কন্যাসন্তান। মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে জন্ম হয় শিশুটির। নতুন অতিথির আগমনে দু’জনের জীবন যেন এক লহমায় বদলে গেছে। সেই আবেগভরা খবর ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় একটি নরম গোলাপি কার্ড, যাতে লেখা ছিল—
’আমাদের হৃদয় এখন পরিপূর্ণ, আমাদের পৃথিবী চিরদিনের মতো বদলে গেল। আমরা কন্যাসন্তান পেয়েছি।’
তবে এই সুখবরের সঙ্গেই ছিল এক স্পষ্ট অনুরোধ—এই বিশেষ সময়টি তাঁরা নিজেদের মতো করে, একান্তে উপভোগ করতে চান। সদ্যজাতের নিরাপত্তা এবং গোপনীয়তাই তাঁদের অগ্রাধিকার। দম্পতির বার্তা ছিল সরল:
‘ছবি নয়, শুধুই আশীর্বাদ।’
এদিন সকালে পাপারাজ়িদের উদ্দেশে পাঠানো হয় প্যাস্টেল পিঙ্ক রঙের মিষ্টির বাক্স। তার গায়ে লেখা ছিল—’আমাদের ছোট কন্যা এসে গেছে।’ নিচে আবার সেই অনুরোধ—’নো পিকচার্স প্লিজ, অনলি ব্লেসিংস।’ বাক্সের উপর ছাপা ছিল ছোট ছোট হৃদয়-আকৃতির বেলুন।

২০১৮ সালে এক ফিল্ম পার্টিতে প্রথম পরিচয় কিয়ারা ও সিদ্ধার্থের। এরপর ২০২১-এ ‘শেরশাহ’ ছবির শ্যুটিংয়ের সময় কাছাকাছি আসেন তাঁরা।সম্পর্কটি দীর্ঘদিন ব্যক্তিগত রাখলেও, ২০২৩ সালের শুরুতে কিয়ারার জন্মদিনে একটি ইনস্টাগ্রাম পোস্টে তা প্রকাশ্যে আসে। একই বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেন তাঁরা।
২০২৫-এর জুলাইয়ে এসে তাঁদের দাম্পত্যজীবনে যুক্ত হল নতুন পরিচয়—অভিভাবকত্ব। সেই নতুন পথচলার আনন্দ ভাগ করে নিলেন তাঁরা নিঃশব্দে, বিনয়ের সঙ্গে অনুরোধ জানিয়ে গেলেন—এই ব্যক্তিগত অধ্যায়টি যেন কিছুদিন অন্তত কেবল তাঁদেরই থাকে।