তারকা কোচ নয়! শাহরুখের কেকেআর ভরসা ‘পুরোনো ঘোড়া’য়, কোচ হলেন অভিষেক নায়ার

কলকাতা নাইট রাইডার্সে ‘পণ্ডিতমশাই’এর ক্লাসের সমাপ্তির পরই, নতুন কোচ কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। রাহুল দ্রাবিড় থেকে ইয়ন মরগ্যান, বিভিন্ন নাম উঠে আসে। তবে কেকেআর নাম নয়, ভরসা রাখল ‘পুরোনো ঘোড়া’র ওপরই। কেকেআরের প্রধান কোচের দায়িত্ব পেলেন অভিষেক নায়ার।নায়ার দীর্ঘদিন ধরে নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। কখনও সহকারী কোচ, কখনও ট্যালেন্ট স্কাউট হিসেবে দলের ব্যাকরুম স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তরুণ প্রতিভা যেমন ঋষভ সিং ও হর্ষিত রানাকে খুঁজে বের করার পেছনে তাঁর অবদান উল্লেখযোগ্য। কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর সমাজ মাধ্যমে লিখেছেন, ‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠের ভেতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি হতে ও সাহায্য করে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা আনন্দিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কলকাতার তিন বছরের চুক্তি শেষ হয়েছে গত মরসুমেই। তারপর থেকে নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই অভিষেককে প্রস্তাব দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে ভারতীয় জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। গত আইপিএল মরশুম চলাকালীন ভারতীয় দল ছাড়েন তিনি। তারপর মরশুমের মাঝপথেই যোগ দেন কেকেআর শিবিরে সহকারী কোচ হয়ে। এ বার চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় পূর্ণ কোচের দায়িত্ব সামলাবেন শাহরুখের দলের। গত মরশুমে মহিলাদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক। তবে সেই দায়িত্বে এখনও পর্যন্ত সফল হননি। এদিকে, এই বছরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নেমেও কেকেআর নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানের তত্ত্বাবধানে সাফল্য পায়নি। এমনকী প্লে-অফে পর্যন্ত পৌঁছতে পারেনি নাইট রাইডার্স।

এরপরই রদবদল শুরু করে কেকেআর কর্তৃপক্ষ। অভিষেক নায়ার ক্রিকেট মহলে পরিচিত তার বিশ্লেষণাত্মক মানসিকতা ও খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত করার ক্ষমতার জন্য। তিনি দীর্ঘদিন ধরে রোহিত শর্মা ও কেএল রাহুলের মতো তারকাদের ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। রোহিতের ফিটনেস ট্রান্সফরমেশন থেকে শুরু করে মানসিক প্রস্তুতি—সবেতেই নায়ারের ভূমিকা প্রশংসনীয়। এ বার দেখার, কেকেআরকে নতুন ইনিংসে সাফল্য এনে দিতে পারেন কিনা!


 
                       
                       
                       
                      