২৫.২০ কোটি টাকার ক্যামেরন গ্রিন পাবেন ১৮ কোটি! কেকেআর নিজের রেকর্ড নিজেরাই ভাঙল
আইপিএলে আবারও রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনে নিল কলকাতা।আইপিএলে সর্বাধিক দাম দিয়ে ক্রিকেটার কেনার প্রবণতা আগেও ছিল কেকেআরের। এ বারেও সেই ধারাবাহিকতা দেখা গেল মিনি নিলামে। অলরাউন্ডার গ্রিনকেই মনে করা হচ্ছে কেকেআরে আন্দ্রে রাসেলের যথার্থ বিকল্প।
নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। নিলামের টেবিলেও তাকে নিকে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। প্রথমে ২ কোটি ৬০ লাখ টাকা দাম ওটার পর মুম্বই সরে যায়। এরপর ১৩ কোটি ২০ লাখ টাকা দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। এবার আসরে নামে চেন্নাই। কারণ, রাসেলের বিকল্প দরকার ছিল কেকেআরের, অন্যদিকে চেন্নাই ছেড়েছে স্যাম কারানকে। ফলে, গ্রিনকে নিয়ে সম্মুখসমরে নেমে যায়। সেখানেই চড়চড় করে দাম বাড়তে থাকে। ক্যামেরন গ্রিনকে শেষপর্যন্ত বাজিমাত করে কেকেআর।
শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ টাকায় এই অজি অলরাউন্ডারকে দলে নিয়েছে কলকাতা। আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন। এর আগে ২৪ কোটি ৭৫ লাখ টাকায় মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এতদিন নিলামে কোনো বিদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম। এবার স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কেকেআর।
তবে জানা গেছে, বিশাল টাকা পেলেও, সরাসরি এত টাকা হাতে পাবেন না গ্রিন। কারণ নিলামে দামের ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা এবং অনিয়ন্ত্রিতভাবে দাম যেন না ওঠে সেটা এই নিয়মের মাধ্যমে নিশ্চিত করতে চায় আইপিএল কর্তৃপক্ষ। তাই বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সর্বোচ্চ সীমারেখা রাখা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, কোনও ফ্র্যাঞ্চাইজিগুলি যে পরিমান টাকা দিয়ে কোনও ক্রিকেটারকে রিটেইন করবে, তার থেকে বেশি টাকা পাবে না কোনও বিদেশি ক্রিকেটার। ফলে এই মরশুমের জন্য সর্বোচ্চ রিটেশন স্ল্যাব ছিল ১৮ কোটি টাকা। তাই গ্রিন পাবেন মাত্র ১৮ কোটি টাকা। বাকি টাকাটা প্লেয়ার্স ওয়েলফেয়ার খাতে খরচ হবে। কেকেআরকে তাই পুরো টাকাটাই দিতে হবে। তবে ভারতীয়দের ক্ষেত্রে এমন কোনও বিধিনিষেধ নেই।
