লর্ডসের অনার্স বোর্ডে দ্বিতীয়বার, বেঙ্গসরকারের পর সেঞ্চুরিতে অনন্য কৃতিত্ব রাহুলের

ভারতের ত্রাতার নাম হতে পারে ‘রাহুল’। একসময়ে ‘ওয়াল’ হয়ে থাকতেন রাহুল দ্রাবিড়। আটকাতেন ধ্বস। আর এখন কেএল রাহুল, তাঁর ভূমিকাও একই। লর্ডসের মাটিতে ইতিহাস গড়লেন তিনি। আরও একটা সেঞ্চুরি কেএল রাহুলের ঝুলিতে। সেইসঙ্গে, ইতিহাসের পাতায় নাময় তুলে নিলেন এই ভারতীয় ব্যাটার। শুধু তাই নয়, দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে দুটি সেঞ্চুরি করে ফেললেন তিনি। এর আগের জন, দিলীপ বেঙ্গসরকার। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার অবশ্য তিনটি সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১৪৫। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিলরা ফিরে যাওয়ার পরে রাহুল ইনিংসের ভাঙন রোধ করেন। তৃতীয় দিন রাহুলের কাজটা সহজ করে দেন ঋষভ পন্থ। তিনি অন্য প্রান্তে থাকা মানে চাপ কমে যায় সঙ্গীর। সেখানেই আঁকড়ে ধরে সেঞ্চুরিটি আদায় করে নেন কেএল রাহুল। ২০২১ সালে লোকেশ রাহুল লর্ডসে প্রথমবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই ম্যাচে ১২৯ রান করেছিলেন তিনি। ভারত সেই ম্যাচ জিতেও ছিল। এ বার ১৭৭ বলে ১০০ রান করেন।ইনিংসে মারেন ১৩টি বাউন্ডারি। চার বছর পরে লর্ডসে ফিরে সেঞ্চুরি হাঁকিয়ে দশম ভারতীয় ব্যাটার হিসেবে অনার্স বোর্ডে নিজের নাম লেখালেন কেএল রাহুল। আশ্চর্যের এটাই, পুরুষদের টেস্ট ক্রিকেটে শততম বার এরকম ঘটনা ঘটল, যখন ব্যাটার ১০০ রানেই আউট হয়ে গিয়েছেন। ২০১৮ সাল থেকে ইংল্যান্ডে ওপেনার হিসেবে সবথেকে বেশি সেঞ্চুরি করলেন রাহুল। এমনকী ইংরেজ ওপেনারদের থেকেও সেই সংখ্যাটা বেশি। ২১টি ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন রাহুল। ২৮টি ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন বেন ডাকেট। দুটি করে সেঞ্চুরি করেছেন রোরি বার্নস এবং জ্যাক ক্রলি। টেস্টে যে ১০টি সেঞ্চুরি করেছেন রাহুল, তার মধ্যে ৯টিই এসেছে বিদেশে। চারটি সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডে।