কাব্য শাঁখ কামড়ে ফেলছিল, কবীর এত ভাল শাঁখ বাজাবে ভাবিনি: কোয়েল

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভবানীপুরের মল্লিক বাড়ি। এই বছর ১০১ তম পুজো দেখছে এটি। তবে বাড়ির একদম খুদে সদস্যের কাছে এটাই প্রথম পুজো। সে কোয়েল মল্লিকের কন্যা কাব্য। প্রথম উৎসব। প্রথম পুজো। প্রথম অঞ্জলি। বাড়ির পুজোয় সেও বেশ খোশমেজাজে। শাঁক বাজানো থেকে শুরু করে মায়ের কোলে উঠে খিলখিলিয়ে হাসি, দেখলে কে বুঝবে একরত্তির বয়স পেরোয়নি এক বছরের চৌহদ্দিও!

আডিশনকে কোয়েল মজা করে বলেন, “ও তো শাঁখ বাজাতে গিয়ে শাঁখটিকে কামড়েই ফেলছে!” বড় দাদা কবীর অবশ্য বেশ সিদ্ধহস্ত। দুই সন্তানকে নিয়ে কেমন কাটল অভিনেত্রীর অষ্টমীর সকাল? কোয়েল বলেন, “খুবই মজায় কাটল। আমি আসলে ভয় পেয়েছিলাম কাব্যর কী প্রতিক্রিয়া হবে এত লোক দেখে। এত আওয়াজ শুনে। কিন্তু দেখলাম কালকেও বেশ মজা করেছে। আজকেও দারুণ ছিল।”

তাঁকে ঘিরেই এই মুহূর্তে উৎসবের মেজাজ মল্লিক পরিবারে। কোয়েল বলেন, “এই বছরটা খুব স্পেশাল। সকালবেলা কুমারীপুজো দিয়ে শুরু হল আমাদের দিনটা। তারপর আরতী, অঞ্জলি…”

তিনি আরও যোগ করেন, “এই বছর আমাদের ১০১ বছরে পা দিল বাড়ির পুজো। এত বছর ধরে আমাদের মা-বাবারা পরম্পরা আমাদের মধ্যেও সঞ্চার করেছেন। সেই ঐতিহ্যটিকে বজায় রাখা খুব সহজ নয়। এটা সম্পূর্ণটাই বাবা-মায়ের উপরে বর্তায় যে তাঁরা কী ভাবে তাঁদের ছেলে-মেয়েদের মধ্যে বিষয়টিকে সঞ্চার করবেন। আমার মা-বাবা যেভাবে আমার মধ্যে এই পরম্পরা দিয়েছেন, একই রকমভাবে আমি চাইব কবীর ও কাব্যর মধ্যে এই পরম্পরাটা বজায় থাকুক।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *