‘নাটের গুরু’ ছবির শ্যুটিংয়ের সময় কোয়েলের জন্য কেঁদেছিলেন বাবা রঞ্জিত! কী এমন ঘটেছিল?

0

 

মেয়ের সঙ্গে বাবাদের সম্পর্ক যে খুব বিশেষ হয় এটা তো নতুন করে বলার মতো নয়। তবে তারকারাও কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম নন। টলিপাড়ার বিখ্যাত বাবা-মেয়ে জুটি রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির হাত ধরেই প্রথম বিনোদন জগতে পা রাখেন কোয়েল, আর সেই ছবিতে নায়িকার বাবার ভূমিকাতে ছিলেন রঞ্জিত মল্লিক নিজেই। বহু বছর পর ‘স্বার্থপর’ ছবিতে বাবার সঙ্গে কাজ করতে গিয়ে সেই পুরানো স্মৃতি উসকে কোয়েল নানা কথা ভাগ করে নিলেন।



নায়িকা জানান ‘নাটের গুরু’ ছবিতে একটা কান্নার দৃশ্যে অভিনয় করার জন্য তাঁর চোখে গ্লিসারিন লাগানোর সময় নাকি তাঁর বাবা কেঁদেছিলেন! তাহলে আর একটু খোলসা করে বলা যাক। নায়িকা ‘স্বার্থপর’ ছবির প্রেস কনফারেন্সে বলেন, “নাটের গুরুর সময় আমার একটা কান্নার দৃশ্য ছিল, যেটার জন্য আমাকে প্রথম চোখে গ্লিসারিন দিতে হয়েছিল। আমি চোখে তখন গ্লিসারিন নিচ্ছি, আর আয়নায় দেখছি বাবা বেচারা তখন কাঁদছেন। তিনি ভাবছেন মেয়েটার কষ্ট হবে। সেটা আমার মনে পড়ে গেল।”



তবে প্রথম ছবির সেটে বাবা যে কেবল তাঁর জন্য কেঁদেছেন তা নয়। তাঁকে বকাও দিয়েছেন। সেই কথাও অভিনেত্রী ভাগ করে নেন। তিনি বলেন, “কফি হাউজে খুব সিরিয়াস একটা দৃশ্যের শ্যুটিং চলছিল। সেখানে প্রথম আমি ছাড়পোকার কামড় খাই।” আর সেই কামড়ের জন্য সিরিয়াস দৃশ্যে খুব একটা মনোযোগী হতে পারছিলেন না কোয়েল। সেই কারণেই বাবার কাছে বকা খান অভিনেত্রী। নায়িকার কথায়, “তখন বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম। বাবা বলেছিলেন, ‘সিরিয়াস হও’। তখন আমি বাবাকে আস্তে করে একটা চিমটি কেটে বলি, ‘বাবা আমি বড় হয়ে গিয়েছি। লোকের সামনে বকা দিও না।’ সেটাই সব সময় বাবাকে মনে করিয়ে দিতে হয় যে, আমি বড় হয়ে গিয়েছি। যা বকুনি দেওয়ার সেটা যেন মেকআপ রুমেই থাকে। বাইরে যেন না যায়।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *