‘দেশু’র পরে কি ফিরবে দেব-কোয়েল জুটিও? কী জবাব নায়িকার?
দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের মনে হাজারও প্রশ্ন তৈরি হয়েছে। তার মাঝে দেব-কোয়েল মল্লিক জুটি আবার পর্দায় ফেরার আলোচনাও জোড়াল। ইতিমধ্যেই শোনা গিয়েছিল ‘খাদান ২’ -এর মাধ্যমে ফিরবে দেব-কোয়েল জুটি। সম্প্রতি ‘মিতিন: একটি খুনির সন্ধানে’ ছবির বিশেষ প্রদর্শনীতে একই প্রশ্নের সম্মুখীন নায়িকা।
কিছু দিন আগে শুভশ্রীকে যখন ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হয়েছিল কার্যত উত্তর দিতে চাননি৷ এ বার কী উত্তর দিলেন কোয়েল? নায়িকা বলেন, “আমি আগেও বলেছি, সঠিক চিত্রনাট্য পেলে আমরা নিশ্চয়ই একসঙ্গে কাজ করব।”
‘দেশু’ জুটি প্রসঙ্গে কোয়েলের উত্তর, “খুব খুব ভাল খবর। আমরা সবাই খুব খুশি। দেব, শুভশ্রীর কিছু দিন আগেই ভাল একটা ছবি দেখলাম। আবার আসছে খুব ভাল।” শোনা যাচ্ছে, দেব-শুভশ্রীর ছবির পরিচালক রিনো। তিনি ‘খাদান ২’ ছবিরও পরিচালক। আবার এই ছবিতে ফেরার কথা দেব-কোয়েল জুটির৷ এই খবর যদি সত্যি হয় তা হলে পরিচালকের কাঁধে গুরুদায়িত্ব। উল্লেখ্য, এ প্রসঙ্গে শুভশ্রী বলেছিলেন, “এই খবরটা এখন আপনারা উপভোগ করুন। যতটা বলা যায়, ততটাই আমরা বলতে পেরেছি। বাকিটা সময়মতো একে একে ঠিক আসবে। আপাতত এই মুহূর্তটা সবাই উপভোগ করুক। আমরা একটু চুপ থাকি। ১০ বছর পরে ধূমকেতুর অনুষ্ঠানে যে ভালবাসা দেখেছি আমি, দেব এবং সবাই। এমনকি ছবি মুক্তির পরেও ভালবাসা পেয়েছি। তার ফলে আমরা অবশ্যই বিশ্বাস করি মানুষ আমাদের খুবই ভালবাসে।” আপাতত ২০২৬-এর দুর্গাপুজোর অপেক্ষা।
