কোহলি ‘শূন্য’! ভারত ‘শূ্ন্য’! ডনের দেশে একদিনের সিরিজ খোয়ালো ভারত!

0

স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেডেও বিপর্যয় আটকানো গেল না। রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের লড়াই, তবু হার। অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই খোয়ালো সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে। তাতে ২২ বল হাতে থাকতেই ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অজিদের জয় আসে ২ উইকেটে। শুভমন গিল ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম সিরিজেই হারের স্বাদ।

পারথে প্রথম ম্যাচে ব্যর্থ ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচে ডোবালেন বোলাররা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ওপেনে নেমে রানে ফেরার স্বস্তি দিলেন রোহিত শর্মা। ৯৭ বলে ৭৩ রান করেন তিনি। তবে তিনি রান পেলেও এই ম্যাচে ফের ব্যর্থ হলেন অধিনায়ক শুভমন গিল ও বিরাট কোহলি। গিল করেন ৯ ও কোহলি খাতা খুলতে পারেননি। রোহিতকে সঙ্গ দেন শ্রেয়স আইয়ার। তিনি ৭৭ বলে ৬১ রান করেন। মিডল অর্ডারে অক্ষর প্যাটেল ৪৪, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডি করেন যথাক্রমে ১১, ১২ ও ৮ রান। শেষের দিকে হর্ষিত রানা ১৮ বলে ২৪ রান করলে ভারত থামে ২৬৪ রানে।

লড়াই করার মতো পুঁজি নিয়েও অবশ্য হাল ধরতে পারেননি বুমরাহহীন বোলিং বিভাগ। তার উপরে মহম্মদ সিরাজ সহজ ক্যাচ ফস্কান। ৫৪ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাথিউস শর্ট ৭৮ বলে ৭৪, ম্যাট রেনশ ৩০ বলে ৩০ রান করে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যান। কুপার কনোলি ৬১ করে শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে। অন্যদিকে মিচেল ওয়েন ২৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *