‘কুণাল ঘোষ মজা নিতে জানে’, ‘হুলিগানিজম’-এর ‘বিতর্কিত’ গান নিয়ে অনির্বাণকে ‘শুভেচ্ছা’ নেতার

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রবিবারের একটি কনসার্ট। আর তার পর থেকেই উত্তাল নেটপাড়া। এই মুহুর্তে বিতর্কের কেন্দ্রে অভিনেতা-পরিচালক তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’কে নিয়ে তাঁর গানের বুননে সরগরম সমাজমাধ্যম। কুণাল ঘোষ, দিলীপ ঘোষের পাশাপাশি অনির্বাণের নিশানায় রয়েছেন শতরূপ ঘোষ। অনেকেই হয় তো ভেবেছেন, এই গানের পর অভিনেতার দিকে কটাক্ষ ধেয়ে আসবে তাঁদের কাছ থেকে। হল উল্টো। তৃণমূল নেতা নিজেই অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ।

মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অনির্বাণ শুরু করে তাঁর শব্দচয়ন, “এসব গান বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি!” এরপরই তৃণমূল নেতার নাম নিয়ে গানের মধ্য দিয়েই অনির্বাণ বললেন, “গান-বাজনা করতে এসে এসব কথা বললে, রেগে যাবে, রেগে যাবে, রেগে যাবে কুণাল ঘোষ!…” না, রাগ করেননি। বরং সেই কনসার্টের ঝলক নিজেই শেয়ার করে কুণাল বলেন, “আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন অনির্বাণ ভট্টাচার্যের গানের এমন তির্যক মন্তব্য আমার কেমন লাগল। ভালই লেগেছে। সেই জন্যেই পোস্ট করেছি। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। তিনি রাজনীতির প্রসঙ্গকে তুলে ধরতেই পারেন। সেখানে আমার নাম রয়েছে। একটু তির্যক বিষয় রয়েছে। তাতে কী! এই মজাটা তো নিতেই হবে। আমার মনে হয়েছে অনির্বাণ ভট্টাচার্য এবং তাঁর সহ-শিল্পীরা যা করেছেন, তাতে কোনও ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই। তা হলে আমি খোলা মনে সেটা কেন নেব না? মজা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের আছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *