‘যৌথ সংসারের মতো ছিল ইন্ডাস্ট্রি, এখন সবই প্রায় নষ্ট’, আক্ষেপ লাবণী সরকারের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিন কাটিয়েছেন সিনেমার জগতে। চোখের সামনেই দেখেছেন ইন্ডাস্ট্রির একাল-সেকাল। তবে পরিবর্তনকে বরাবরই সাদরে গ্রহণ করে নিয়েছেন লাবণী সরকার। অভিনেত্রী বিশ্বাস করেন, ‘পরিবর্তনই একমাত্র যা অপরিবর্তনীয়’। আর তারই নির্যাস যেন মিলবে অভিনেত্রীর আসন্ন ছবি ‘তেজপাতা’তে।
ছবির শুটিংয়ের ফাঁকে আডিশনের সঙ্গে গল্প-আড্ডায় মেতেছিলেন তিনি। ‘পরিবর্তন নিয়েই কথা বলতে গিয়েই ওঠে ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। দীর্ঘদিনের কর্মজীবন। এই পরিবর্তনটা দেখেছেন ইন্ডাস্ট্রির অন্দরেও। কখনও কি কিছু বিষয়ে খারাপ লাগে অভিনেত্রীর?
কিছুটা আক্ষেপ নিয়েই লাবণী সরকার বলেন, “সবথেকে বেশি যা খারাপ লাগে, তা হল ইন্ডাস্ট্রির সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগে একটা যৌথ সংসারের মতো আমাদের বন্ধন ছিল। সেটা প্রায় নষ্ট হয়ে গেছে। এই জিনিটাই আমাকে সবথেকে বেশি কষ্ট দেয়। কারণ, আমরা এমন একটা পেশায় রয়েছি যেখানে প্রত্যেককেই প্রত্যেকের মুখোমুখি হতে হয়। একটা চিত্রনাট্যের সঙ্গে অনেকে জুড়ে থাকে। আর সেটা তখনই সম্ভব হয় যখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুন্দর সম্পর্ক বজায় থাকে।”
তিনি আরও বলেন, “আজকে আমরা একটা পরিবারের মতো কাজ করছি। এই বোধগুলো নষ্ট হয়ে গেলে ইন্ডাস্ট্রির উপর খুব খারাপ প্রভাব পড়বে। অবশ্য এখনও সেই প্রভাব পড়ছে। আমাদের প্রত্যেকেরই খুব মন খারাপ এটা নিয়ে।” কিন্তু এর নেপথ্যে কারণ কী? অভিনেত্রীর কথায়, “শুধুমাত্র রাজনৈতিক কারণে এবং রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে শিল্পীর ভেতরের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগে যেমনটা একেবারেই ছিল না।”