ছোট পর্দায় ফিরছেন অভিষেক-কন্যা সাইনা, সঙ্গে ‘দুই শালিক’-এর নন্দিনী! নায়ক কারা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
সদ্যই শেষ হয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। তবে শেষ যেমন আছে, শুরুও তো থাকবে। মন খারাপের মাঝেই দর্শকদের জন্য নতুন খবর।
শোনা যাচ্ছে, আবারও ‘জি বাংলা’য় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। প্রযোজনায় ‘অর্গানিক হাউস’। যেখানে দেখা যাবে এক ঝাঁক তারকাকে। প্রশ্ন জাগতেই পারে, কাঁদের কথা হচ্ছে।
‘দুই শালিক’ ধারাবাহিকের কথা মনে আছে? দর্শকদের প্রিয় ঝিলিক, আরও এক নতুন ধারাবাহিকে, নতুন রূপে! ছোট পর্দায় এ বার এক আধুনিক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নন্দিনী দত্তকে। নন্দিনীকে শেষবারের জন্য দেখা গিয়েছিল ‘স্টার জলসা’য় যমজ বোনের গল্পে, ঝিলিকের চরিত্রে। যা এখনও মনে থেকে গিয়েছে সকল ‘দুই শালিক’ ধারাবাহিকের দর্শকের।
সূত্র অনুযায়ী, এই ধারাবাহিকেও নাকি থাকছে দুই নায়িকা। সঙ্গে দুই নায়ক। নন্দিনীর পাশাপাশি নায়িকার চরিত্রে দেখা যাবে অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে। অন্যদিকে নায়কের চরিত্রে থাকছেন মৈনাক ঢোল। টলিপাড়ার অন্দরে গুঞ্জন অনুযায়ী, ‘মিঠিঝোরা’ ধারাবাহিক চলাকালীন নাকি এই ধারাবাহিকের প্রস্তাব আসে তাঁর কাছে। আরেক নায়কের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে। যদিও এখনও এই প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতাদের তরফ থেকে কোনও ঘোষণা হয়নি।

ইন্ডাস্ট্রিতে ফিসফাস, এই ধারাবাহিকের নাম ‘কনে দেখা আলো’। যদিও নামটাও এখনও চূড়ান্ত নয়। শোনা যাচ্ছে, গত ১৭ এবং ১৮ জুলাই বোলপুরে প্রমো শুট চলেছে এই ধারাবাহিকের। মৈনাক এবং সাইনা থাকছেন গ্রাম্য পরিবারের সদস্য হিসেবে। অন্যদিকে সোমরাজ এবং নন্দিনীকে দেখা যাবে শহুরে হিসেবেই। তবে এই গল্পটি আর পাঁচটি ধারাবাহিকের গল্পের মতো নয়। গ্রাম এবং শহুরে আদব-কায়দা এবং মূল্য বোধের মেলবন্ধন দেখতে পাবে দর্শক। অন্য দিকে গল্প এগোলে দর্শক সাক্ষী থাকতে পারেন নায়ক-নায়িকার মিষ্টি প্রেমেরও। টলিপাড়ায় গুঞ্জন, আগামী আগস্ট মাস থেকেই নাকি শুরু হবে ধারাবাহিকের শুটিং। তবে এই নতুন দুই জুটি দর্শকদের কতটা নজর কাড়বে, তা ক্রমশ প্রকাশ্য।