ভাই কোথাও যায়নি বিশ্বাস করুন… সুশান্ত সিংয়ের মৃত্যুর ৫ বছর পর লিখলেন দিদি শ্বেতা

দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল। সুশান্ত সিং রাজপুত নেই, তিনি রয়ে গেছেন সিনেমার সব অসাধারণ চরিত্র, সিনেপ্রেমীদের মনে। মাত্র ৩৪ বছর বয়সেই থেমে গেছে সুশান্ত সিং রাজপুতের জীবনের চাকা। ২০২০ সালের ১৪ জুন বলি পাড়ায় নেমে এসেছিল শোকের ছায়া। যার মৃত্যু গোটা দেশ তথা গোটা সিনেমার জগৎকে নাড়া দিয়ে গিয়েছিল। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা না অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে সুশান্তের মৃত্যুর পিছনে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে নিজের শেয়ার করেছেন। এখনও যে ভাইয়ের মৃত্যুর তদন্ত নিয়ে হাল ছাড়ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন। সেখানে লিখেছেন, আজ ভাইয়ের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০-র ১৪ জুন তাঁর মৃত্যুর পর থেকে অনেক কিছু ঘটেছে। সিবিআই আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে। আমরা তা উদ্ধার করার চেষ্টা করছি। কিন্তু আজ আমি যা বলতে চাই তা হল, যাই ঘটুক না কেন, হাল ছাড়বেন না, ঈশ্বরের উপর বিশ্বাস হারাবেন না। সর্বদা মনে রাখবেন আমাদের সুশান্তের কী কী আদর্শ ছিল… শেখার প্রতি অদম্য উৎসাহ ছিল তাঁর। তিনি আরও লেখেন, ভাই কোথাও যায়নি বিশ্বাস করুন… তিনি আপনাদের মধ্যে রয়েছেন, আমার মধ্যে রয়েছেন, আমাদের সকলের মধ্যে রয়েছেন। আমরা যখনই কাউকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি… যখনই আমরা আরও শিখতে আগ্রহী হই, আমরা সুশান্তকে জীবন্ত করে তুলি।
সুশান্তের মৃত্যুর ৫ বছর পরেও প্রিয় বন্ধুকে স্মরণ করলেন পবিত্র রিস্তা খ্যাত করণ বীর মেহেরা।
সুশান্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই দিনটা আমার জীবনে একটা কালো দিন হিসাবেই রয়ে গেল। আমাকে যখন কেউ বিশ্বাস করতে না তখন তুমি আমায় বিশ্বাস করেছিলে। সব রকম ভাবে পাশে ছিলে আমার, আমাকে সঠিক পথে ঠেলে দিয়েছিলে।’
পার হয়ে গেছে পাঁচটি বছর অনুরাগীদের মনে আজও বিরাজমান অভিনেতা। সুশান্ত প্রেমীদের মনে আজও যেন দগদগে ঘা, কারোর কারোর মতে আত্মহত্যা ছিলই না ছিল খুন কিন্তু তাঁর বিচার মেলেনি। যদিও ফরেনসিক রিপোর্টের তথ্য অনুযায়ী আত্মহত্যা করেছিলেন অভিনেতা। তাঁকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অভিনেত্রী রিহা চক্রবর্তীকে। তবে কিছুদিন আগেই নির্দোষ প্রমাণ হয় রিহা।