৬৭ বছরের অভিনয় জীবন, ‘ধারাবাহিক আর করব না…’ হঠাৎ কেন এমন সিদ্ধান্ত লিলি চক্রবর্তীর?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিনের অভিনয়জীবন। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও একইভাবে দর্শকদের ভালবাসা কুড়িয়েছেন তিনি। ছোট পর্দায় শেষবার তাঁকে অনুরাগীরা দেখেছেন ‘জি বাংলা’র ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মিষ্টি ‘ঠাম্মি’ হিসেবেই। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে নিয়ে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির হাত ধরে আবারও নতুন ছবির কাজে ফিরলেন অভিনেত্রী। আর সেখানেই জানালেন, আর ধারাবাহিকে ফিরতে চান না তিনি।
এর আগে ‘নিম ফুলের মধু’ ছাড়াও ‘দ্বিরাগমন’, ‘তুমি রবে নীরবে’, ‘গোয়েন্দা গিন্নি’র মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে লিলি চক্রবর্তীকে। হঠাৎ কেন ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি? নতুন ছবির মুহরতেই অভিনেত্রী বলেন, “এখন আর কোনও ধারাবাহিক করছি না। করবও না বলে ঠিক করেছি। ধারাবাহিক মানেই রোজ বেরোতে হয়। আর অযথা পরিশ্রম হয়।”
এছাড়াও তিনি আরও বলেন, “ধারাবাহিকের গল্পগুলো প্রথমের দিকে ঠিক থাকলেও, একটা সময়ের পর তার তাল কেটে যায়। তখন আর কাজ করতে ইচ্ছে করে না। তাই ঠিক করেছি, আর ধারাবাহিকে অভিনয় করব না।”
প্রসঙ্গত, কিছু দিন আগে অভিনেত্রী রত্না ঘোষাল জানিয়েছিলেন, তিনি আর ছোট পর্দায় অভিনয় করতে চান না। এ বার সেই পথেই হাঁটলেন লিলি চক্রবর্তীও।