বাগযুদ্ধ মেসি-রোনাল্ডোর! ‘বিশ্বকাপ জিতে কী হয়’? রোনাল্ডোর জবাবে মেসি, ‘বিশ্বজয়ই শেষ কথা’!
ফুটবল দুনিয়ার চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরেই। তিন বছর আগে কাতার বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই মেসি যেন তাঁর কেরিয়ারের একমাত্র অপূর্ণতা পূরণ করেছিলেন। কিন্তু এরপরও বিতর্ক থামেনি কে ইতিহাসের সেরা?
সম্প্রতিই রোনাল্ডোর মন্তব্য ও মেসির পাল্টায় যেন বাগযুদ্ধ ফিরে এল ফুটবল দুনিয়ায়। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন নয়। ছয়-সাত ম্যাচের একটি টুর্নামেন্ট দিয়ে কি নির্ধারণ করা যায় কে ইতিহাসের সেরা? আমি তা মনে করি না’।চুপ থাকেননি লিওনেল মেসিও। দিয়েছেন রোনাল্ডোর পাল্টা জবাবও। মেসির মত, বিশ্বকাপ জয়ই শেষ কথা। ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে তিনি বলেন, ‘সত্যি বলতে, ওই মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগতভাবে, পরিবারের জন্য, সতীর্থদের জন্য এবং দেশের জন্য সেই ট্রফির মানে ভাষায় প্রকাশ করা যায় না। দেশে আমাদের বিশ্বকাপ জয় কীভাব সেলিব্রেশন হয়েছে তা থেকেই আপনারা বুঝতে পারছেন।’
এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিশ্বকাপই একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন ও অর্জন, একজন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় সাফল্য। এর চেয়ে বড় কিছু নেই। আমি ভাগ্যবান যে এর আগে ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে সবকিছু জিতেছি। জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকাও জিতেছি। শুধু এটা (বিশ্বকাপ) ছিল না। এই ট্রফি দিয়েই আমার কেরিয়ার সম্পূর্ণ হয়েছে’।
রোনাল্ডোর বক্তব্যে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও মেসির এই মন্তব্য যেন স্পষ্ট বার্তা। কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অনুভূমিকে নিজের সন্তান জন্মের সঙ্গে তুলনা করেছেন মেসি। আর্জেন্টাইন তারকার মতে, ‘আমি তুলনা করছি না, কিন্তু কেরিয়ারের যদি সব অর্জনই বিবেচনা করা হয়। বিশ্বকাপ আমার কাছে অনেকটা নিজের সন্তান জন্মের মতো অনুভূতি।’
