‘সময় এসে গিয়েছে’, শনিবারই বের্নাব্যুকে বিদায় জানাবেন মদ্রিচ
স্পোর্টস ডেস্ক: সকলকেই একদিন ছাড়তে হয়। থেকে যায় মায়া। মণিমুক্তোর মতো ছড়িয়ে থাকে স্মৃতি, রেকর্ড। মাদ্রিদের ক্লাবে ১৩ বছরের যাত্রা শেষ করছেন মদ্রিচ। শনিবার তিনি শেষবার বের্নাব্যুতে সাদা জার্সি গায়ে মাঠে থাকবেন। তাতেই শেষ হবে এক বর্ণময় মদ্রিচ অধ্যায়ের। এই ক্রোয়েশিয়ান কিংবদন্তির সঙ্গে চুক্তি না বাড়ানোর কথা কথা আগেই জানিয়েছিল লস ব্লাঙ্কোসরা। বিশ্ব ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লুকা মদ্রিচও বিদায় বার্তা জানিয়ে দিলেন।
রিয়ালের হয়ে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন বলেও উল্লেখ রয়েছে তার বিবৃতিতে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর শনিবার রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবেন লা লিগার শেষ ম্যাচ। মদ্রিচ বলেন, ‘সময় হয়ে গেছে। আমি কখনোই চাইনি যে সময়টা আসুক। তবে এটাই ফুটবল এবং জীবনে শুরু ও শেষ আছে। শনিবার সান্তিয়াগো বের্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটা খেলব। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি গায়ে জড়ানো এবং বড় কিছু করার প্রত্যাশা নিয়ে এসেছিলাম। কিন্তু শেষে কী ঘটবে সেটা কল্পনা করিনি।’ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর বর্ষসেরার খেতাব জয় করছিলেন, তখন দুজনের বাইরের কেউ হিসেবে ২০১৮ সালে ব্যালন ডি’অর জেতেন মদ্রিচ।
ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার লিখেছেন, ‘এই কয়েক বছরে আমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। যা অসম্ভব মনে হতো, এমন সব প্রত্যাবর্তন, ফাইনাল, সেলিব্রেশন, আর বের্নাব্যুতে জাদুকরী সব রাত… আমরা সব কিছু জিতেছি, আর আমি খুবই সুখী ছিলাম। খুব, খুবই সুখী। আমি কখনোই ভুলব না।২০১২ সালে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ক্রোয়েশিয়ান তারকা। এখনও পর্যন্ত ৫৯০ টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। মাঝ মাঠের খেলোয়াড় হলেও গোল করেছেন ৪৩টি। জিতেছেন প্রায় ৩০টি ট্রফি। এর মধ্যে আছে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ও ৪টি লা লিগা খেতাব।