বিধ্বংসী আগুনে পুড়ে ছাই স্স্টুডিয়ো, অনিশ্চিত ‘বুলেট সরোজিনী’র ভবিষ্যৎ!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে ম্যাকনেল স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ এখনো কাটেনি। জানা যাচ্ছে, স্স্টুডিয়োর বেশ কয়েকটি ফ্লোর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষ প্রভাব পড়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র শুটিংয়ে, যা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এই দিন সন্ধ্যায় হঠাৎই স্স্টুডিয়োতে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যা বহু দূর থেকেও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় স্স্টুডিয়োর আশেপাশের বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন, এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
‘বুলেট সরোজিনী’র অভিনেতা অভিষেক বীর শর্মা জানান, তাদের শুটিং ফ্লোরের কোনো ক্ষতি হয়নি। এই দিন তাদের তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গিয়েছিল এবং তারপরই স্স্টুডিয়োতে আগুন লাগার খবর আসে। তিনি এও জানান যে, সবাই সুরক্ষিত আছেন। যদিও ‘বুলেট সরোজিনী’র ফ্লোর অক্ষত রয়েছে, তবে স্টুডিওর অন্যান্য শুটিং ফ্লোরগুলি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এই অগ্নিকাণ্ডের জেরে শুক্রবার ‘বুলেট সরোজিনী’র শুটিং বন্ধ রাখা হয়েছে, তবে শনিবার থেকে ফের শুটিং শুরু হবে।
এই ম্যাকনেল স্টুডিওতেই এর আগে ‘দুই শালিক’ এবং ‘মালাবদল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের শুটিং হয়েছে। খবর অনুযায়ী, শেষ হয়ে যাওয়া এই ধারাবাহিকগুলোর সেটগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই শোনা গিয়েছে যে, ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকটি নাকি কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। তার আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, যা যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে, এমনটাই মনে করা হচ্ছে।
