নোবেলের বিরদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তরুণী, তাঁকেই বিয়ে করলেন গায়ক
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কিছু দিন আগেই অপহরণ এবং ধর্ষণের অভিযোগ করেছিলেন এক তরুণী। এ বার সেই অভিযোগকারিণীকেই বিয়ে করলেন মইনুল আহসান নোবেল। বৃহস্পতিবারই আদালতের নির্দেশ পেয়েছিলেন। সেই মতোই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাঁকে বিয়ে করলেন গায়ক। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে নোবেল এবং সেই তরুণীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চার জন সাক্ষী।
জানা যায়, ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ওই নির্যাতিতা তরুণীর। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে ফোনেও প্রায় সময় চলত কথা-বার্তা। এক বার গায়কের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাঁকে নিজের স্টুডিয়ো দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বর্তমান ঠিকানার বাড়িতে নিয়ে যান। সেখানেই বিপত্তি। সেই তরুণী ফিরতে চাইলে আরও কয়েক জনের সহায়তায় তাঁকে সেই বাড়িরই একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। চলে যৌন নির্যাতন। তরুণীর ফোনও নাকি ভেঙে দিয়েছিলেন গায়ক। এমনকি সেই হেনস্থার ভিডিয়োও ক্যামেরা বন্দি করে রাখতেন তিনি।
এ বার তাঁকেই বিয়ে করলেন গায়ক। কিন্তু এখন প্রশ্ন উঠছে নোবেলের আগের স্ত্রী সালসাবেল মাহমুদের কথা। তাঁর সঙ্গে কি আদৌ বিচ্ছেদ হয়েছে তাঁর? উত্তর যদিও অধরা।