অভিযোগকারিণীকে জেলেই বিয়ে, ধর্ষণ মামলায় এ বার জামিন পেলেন গায়ক নোবেল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি এবং বিতর্ক যেন একের অপরের পরিপূরক। বিগত কয়েক দিনে কম বিতর্কের ঝড় বয়ে যায়নি বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলের উপর দিয়ে। কিছু দিন আগেই তাঁর বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ করেছিলেন এক তরুণী। এর পর বিতর্ক নয়া মোড় নেয় যখন সেই অভিযোগকারিণীকেই জেলে বিয়ে করেন অভিযুক্ত গায়ক।
এ বার ধর্ষণ মামলায় নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করল ঢাকা আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক হাজার টাকার বন্ড এবং মুচলেকার বিনিময়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়। গত ১৮ জুন ওই অভিযোগকারী মহিলাকে বিয়ে করেন গায়ক। বিয়ের বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন তিনি।
বাংলাদেশি সংবাদমাধ্যমসূত্রে খবর, এর আগে গত রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গায়কের আইনজীবী মহম্মদ খলিলুর রহমান জামিনের আবেদন করেন। এ দিন বিচারক নোবেলের উপস্থিতিতে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এ দিন গায়ক ও অভিযোগকারিণীর উপস্থিতিতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। জানা যায়, নোবেলের জামিন নিয়ে অভিযোগকারিণীর কোনও আপত্তি নেই।
জানা যায়, ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ওই নির্যাতিতা তরুণীর। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে ফোনেও প্রায় সময় চলত কথা-বার্তা। এক বার গায়কের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাঁকে নিজের স্টুডিয়ো দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তাঁর বর্তমান ঠিকানার বাড়িতে নিয়ে যান। সেখানেই বিপত্তি। সেই তরুণী ফিরতে চাইলে আরও কয়েক জনের সহায়তায় তাঁকে সেই বাড়িরই একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। চলে যৌন নির্যাতন। তরুণীর ফোনও নাকি ভেঙে দিয়েছিলেন গায়ক। এমনকি সেই হেনস্থার ভিডিয়োও ক্যামেরাবন্দি করে রাখতেন তিনি।