মনের দরজার ‘চাবি’ কি খুঁজে পাবেন অমৃতা-কৌশিক? জট কাটিয়ে মুক্তির পথে ‘চাবিওয়ালা’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: গ্রামের ছাপোষা ছেলে ভবেন। কাজ হারিয়ে বন্ধু নগেনকে নিয়ে শহরে চলে আসে সে। সেই সঙ্গেই মনের মধ্যে সযত্নে পালিত হয় একটি স্বপ্ন। একদিন ভবেন তার প্রেমিকার মনের দরজা খুলবেই। কিন্তু তার জীবনের ‘চাবির’ কী হবে? এই গরমের ছুটিতে এমনই এক সহজ-সরল, নিখাদ প্রেমের গল্প বলতে আসছেন পরিচালক রাজা ঘোষ। ছবির নাম ‘চাবিওয়ালা’। যেখানে মুখ্যচরিত্রে অভিনয় করবেন অভিনেতা কৌশিক কর এবং বিপরীতে অমৃতা চট্টোপাধ্যায়। ‘ভবেন’-এর প্রেমিকার চরিত্রে দেখা যাবে অমৃতাকে। অন্যদিকে ‘নগেন’-এর ভূমিকায় সৌমেন মুখোপাধ্যায়।

এই পৃথিবীতে প্রতিটা মানুষই যেন ছুটে চলেছে কোনও না কোনও চাবির সন্ধানে। যে চাবি কাউকে হয় তো খুলে দেবে স্বপ্নের দরজা। কারও হয় তো পছন্দের মানুষটির মনের দরজা। সেই ভিড়ের মধ্যেই কি ভবেন খুজে পাবে তার ‘চাবি’কে? তার জন্য চোখ রাখতেই হবে বড় পর্দায়।

ছবিতে কৌশিক এবং অমৃতা ছাড়াও রয়েছেন সোহাগ সেন , রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং শঙ্কর দেবনাথের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

এর আগে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং ‘লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল’-এর মতো প্রায় ৩০টি স্বনামধন্য চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসিত হলেও মুক্তির আলো পায়নি ‘চাবিওয়ালা’। বলাবাহুল্য, সেই বেড়াজাল ভেঙে বড় পর্দায় মুক্তির দরজা খুলতে চাবির মতোই কাজ করেছে ‘ধাগা প্রোডাকশন’।

ছবিটির মুক্তির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী এবং পরিচালক মানসী সিনহা এবং শতদীপ সাহা। এই প্রযোজনা সংস্থার কর্মকর্তা শুভঙ্কর মিত্রও বেশ আশাবাদী ছবিটিকে ঘিরে। সব ঠিক থাকলে ‘পিপারপট পিক্সেল’ ও ‘ওয়াইট আউল এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এবং ‘ধাগা প্রোডাকশন’-এর সহ প্রযোজনায় ‘চাবিওয়ালা’ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ৬ জুন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *