এ বার আর দিওয়ালিতে ঝলমল করবে না বলিউড বাদশার ‘মন্নত’! হবে না কোনও পার্টিও!

বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের প্রাসাদতুল্য বাংলো ‘মন্নত’। এ বার আর দীপাবলিতে সেখানে আলো ঝলমল করবে না। হবে না কোনও পার্টিও। কিং খান নিজেও থাকবেন না মন্নাতে। তিনি চলে গেছেন ভাড়া বাড়িতে।
একসময় বলিউডের উৎসবের কেন্দ্রস্থল ছিল এই মন্নতই। তারকাদের আড্ডায় মুখর থাকত সমুদ্রতটের সেই এলাকা। কিন্তু করোনা অতিমারির পর এবং ছেলে আরিয়ান খানের মাদকমামলায় নাম জড়ানোর পর, সেই সংখ্যা অনেকখানিই কমিয়ে দিয়েছেন কিং খান। এ বছর শাহরুখ কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো আয়োজন রাখেননি বলিউড বাদশা। এ’কথা সংবাদমাধ্যমকেই জানিয়েছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। পূজা জানিয়েছেন, এইবছর এই উৎসবের মরশুমে কোনওরকম দিওয়ালি পার্টির আয়োজন করছেন না শাহরুখ। এই মুহূর্তে যেহেতু মন্নতে মেরামতির কাজ চলছে সেহেতু মন্নত ছেড়ে অন্যত্র পরিবার নিয়ে থাকছেন তিনি। আর সেই কারণেই এই বছর দিওয়ালি পার্টি হচ্ছে না।
মাসখানেক আগেই ‘মন্নত’ ছেড়েছেন শাহরুখ ও তার পরিবার। কারণ এখন মন্নতের সংস্কারের কাজ চলছে। নতুন যে বাড়িতে শাহরুখ থাকছেন, সেটাও কম বড় নয়। মুম্বইয়ের পালি হিলে একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন। বলিউডের খবর, এটা প্রতি মাসে ২৪ লাখ টাকায় নাকি তিনি ভাড়া নিয়েছেন তিনি। মন্নতের আয়তন যেখানে ২৭০০০ বর্গফুট সেখানে পালি হিলে তার নতুন ঠিকানা ১০,৫০০ বর্গফুটের মধ্যে বিস্তৃত।
শেষবার মন্নতে বড় পরিসরে দীপাবলি উদ্যাপন হয় ২০২৪ সালে, যা একসঙ্গে মিশেছিল শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে। প্রায় আড়াইশ তারকা, পরিচালক ও ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন সেই উৎসবে। তার আগে ২০১৮ সালের আয়োজনও ছিল বেশ স্মরণীয়, যেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, শিল্পা শেঠি, অনন্যা পাণ্ডেরা।
এ বার শুধু শাহরুখই নন, সিরিয়ালের দুনিয়ার রানি, প্রযোজক একতা কাপুরও এবার জনিয়েছেন যে কোনো দিওয়ালি পার্টি হচ্ছে না। যদিও তিনি পার্টি বাতিলের কারণ নিয়ে মুখ খোলেননি। অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপও তাঁদের পার্টি বাতিল করেছেন। একটি সূত্রের খবর, আয়ুষ্মানের প্রথম দিওয়ালি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থম্মা’-র প্রতি তাঁর সমস্ত মনোযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।