মানোলোর পদত্যাগের এতদিন পর ফেডারেশনের ঘোষণা, কে হবেন নতুন কোচ!

0

স্পোর্টস ডেস্ক: হংকং ম্যাচের পরই বিচ্ছেদ জানিয়ে মানোলো মার্কেজে দেশে ফিরে গিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, গোয়ার কোচিংয়েই মনোনিবেশ করবেন। এতদিন পর সরকারিভাবে বিচ্ছেদের কথা জানাল এআইএফএফ। ধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একজিকিউটিভ কমিটি মানোলোর সিদ্ধান্তকে মেনে নিলেন। এবার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। মানোলো মার্কেজের অধীনে ভারতের খেলার মান বিশেষ উন্নত হয়নি।

উল্টে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়, যার মধ্যে সবচেয়ে বড় ছিল সুনীল ছেত্রীকে অবসর ভেঙে দলে ফিরিয়ে আনা। মার্কেজের অধীনে ব্লু টাইগার্সরা মোট আটটি ম্যাচ খেলে, যেখানে জয় এসেছে মাত্র একটিতে — সেটিও মলদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ, যেখানে ভারত ৩-০ গোলে জেতে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যখন ভারত ফিফা ক্রমতালিকায় ৯৯ নম্বরে ছিল, তখন অনেকেই মনে করেছিলেন ভারতের ‘স্বর্ন যুগ’ হয়তো শুরু হয়েছে। কিন্তু ২০২৫ সালের জুলাইতে তা এসে দাঁড়িয়েছে ১২৭। বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনক ড্র, এশিয়ান কাপে একটিও ম্যাচ না জিতে গ্রুপ পর্বে সবার নীচে।

কিন্তু প্রশ্ন হল, মানোলোর উত্তরসূরি কে হবেন? শোনা যাচ্ছে, বিদেশি কোচের মোহভঙ্গ হয়েছে ফেডারেশনের। সেক্ষেত্রে সঞ্জয় সেনের নাম ভেসে উঠছে। কারণ, সদ্য এলিট কোর্স করেছেন বাংলার সন্তোষজয়ী কোচ। যদি না বিরাট কোনও অঘটন ঘটে তাহলে প্রাক্তন আই লিগ ও সন্তোষ ট্রফি জয়ী সঞ্জয়ই হতে চলেছেন সাম্প্রতিককালের প্রথম ভারতীয় কোচ। খালিদ জামিল নিজে আগ্রহী নন সেভাবে। বিদেশি কোচ নিতে গেলে যা টাকা লাগবে, তা এইমুহূর্তে দেওয়ার ক্ষমতা নেই বর্তমান কমিটির। এখন দেখার, নতুন কোচ হিসেবে কার নাম ঘোষণা করে ফেডারেশন। যদিও এই নিয়ে কিছু বলেননি কোচ সঞ্জয় সেন বা খালিদ জামিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *