একই মানুষকে দু’বার বিয়ে, তৃতীয়বারও বিশাল বদ্রীনাথেরই ‘দুলহানিয়া’ হবেন ‘মেম বউ’ বিনীতা!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক সময়ে ‘স্টার জলসা’ অন্যতম জনপ্রিয় মেগা ছিল ‘মেম বউ’ ধারাবাহিক। বাঙালি পরিবারে বিদেশি বৌ। মুখ্য ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। তারপরে অবশ্য আর পর্দায় দেখা মেলেনি সেই মেম ‘ক্যারল ব্রাউন’-এর।

২০২৫-এ আবারও নতুন করে আলোচনায় তিনি। মাঝে পেরিয়ে গিয়েছে ৯ বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে দু’বার বিয়ে হয়ে গিয়েছে অভিনেত্রীর! তবে একই মানুষের সঙ্গে। দুটো বিয়েই ধর্মস্থানে। গত ২৩ মে বদ্রীনাথ বিশালের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। এখন খবর হচ্ছে, আগামী নভেম্বরেও তৃতীয় বার বিয়ের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। সেটাও আবার ধর্মস্থানেই! হচ্ছে টা কী! খবর জানতে অভিনেত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল আডিশন।

খবর জানতে চাইলেই এক গাল হাসি। অভিনেত্রীর কথায়, “এই তো চট মগনি, পট বিয়া’ হয়ে গেল। ২৩ মে বিয়ে করলাম।” এই মুহূর্তে বৃন্দাবনে রয়েছেন বিনীতা।

‘মেম বউ’ ধারাবাহিকের পর আর ফিরলেন না কেন পর্দায়? অভিনেত্রীর কথায়, ‘২০১৭ সালের ঘটনা। ধারাবাহিক শেষ হওয়ার পর আমার এক তিন বছরের সম্পর্ক ভেঙে যায়। আমার সেই ব্যক্তির সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল। তারপরেই আমি কলকাতা ছেড়ে মুম্বই চলে যাই। কিন্তু সেই সময় আমার কাছে অনেকগুলো কাজের প্রস্তাব পেয়েছিলাম।”

অভিনেত্রীর পড়াশোনা সাংবাদিকতাকে ঘিরে। টেলিভিশন ছাড়ার পর আবারও সাংবাদিকতায় ফিরে আসেন তিনি। মুম্বইতে যে সংবাদসংস্থার সঙ্গে যুক্ত হন বিনীতা, সেই সংস্থারই মুখ্য আধিকারিক বদ্রীনাথ বিশাল। পরবর্তীতে তাঁর গলাতেই মালা দেন বিনীতা। কয়েক বছর বিদেশের মাটিতেও দাপিয়ে কাজ করার পর ফের কলকাতায় ফিরে আসেন অভিনেত্রী।

লকডাউনের সময়তে বিশালের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয় বিনীতার। কয়েক বছর ‘অ্যাসিড টেস্ট’-এর পর বিনীতা আর বিশাল সহকর্মীদের নিয়ে ২০২২ সালে ঘুরতে গিয়েছিলেন কেদারনাথে। অভিনেত্রীর জন্মদিন ১৯ মে। ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে সকলে ছন্নছাড়া হয়ে যান। এক দল কেদারনাথ থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। আটকে গেলেন কেবল বিশাল-বিনীতা। শেষ পর্যন্ত অনেক কষ্টে বেস ক্যাম্পে এসে পৌঁছন তাঁরা। ঘড়িয়ে দুপুর ১টা। বৃষ্টি তখন থেমেছে। গাইডকে সঙ্গী করে সেখানকার এক স্থানীয় মন্দিরে পৌঁছন উভয়ে। ঈশ্বরের নির্দেশেই যেন এই পবিত্র স্থানে গাঁটছড়া বাঁধেন তাঁরা। অভিনেত্রীর কথায় যেন পুরো সিনেমা। ওই মন্দিরে প্রথম তাঁদের ধর্মীয় বিবাহ। দ্বিতীয় বার বিনীতা বিশালকেই বিয়ে করলেন দিন কয়েক আগে, বৃন্দাবনের লোটাস টেম্পলে। দেবকীনন্দন ঠাকুরের বিখ্যাত রাধাকৃষ্ণের মন্দিরে। অভিনেত্রীর তৃতীয় বিয়ে নভেম্বরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *