একবছরেই মোহভঙ্গ! গোয়েঙ্কার সঙ্গে মতবিরোধ! নিঃশব্দেই লখনউকে বিদায় জাহির খানের
স্পোর্টস ডেস্ক: একটা মরশুম। তাতেই থামল লখনউ সুপার জায়ান্টে জাহির খানের যাত্রা। মেন্টরের দায়িত্ব নেওয়ার একবছরের মধ্যেই পদ ছাড়লেন ভারতের প্রাক্তন স্পিডস্টার। শোনা যাচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বনিবনা না হওয়াতেই এই সিদ্ধান্ত নেন জাহির। ক্রিকেটবিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইটের দাবি, জাহিরের বিদায়ের মূল কারণ ছিল তাঁর পরিকল্পনা ও ভাবনার সঙ্গে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কার অমিল।
যদিও অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, তবে দলের সিদ্ধান্ত নেওয়ার ধরণ ও চিন্তাভাবনা লখনউর খারাপ পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছিল, যা মেনে নিতে পারেননি জাহির। মূলত বোলিং আক্রমণ সাজানোর দায়িত্ব ছিল জাহিরের। তার পারফরম্যান্সে খুশি ছিলেন না মালিক গোয়েঙ্কাও। পরে নিজেও আর সেখানে থাকতে চাননি জাহির। তাই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। ২০২৪ সালে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর জাহিরকে দায়িত্ব দিয়েছিলেন এলএসজি কর্ণধার। মর্নি মর্কেল ভারতীয় দলে যোগ দেওয়ায় গত মরসুমে লখনউয়ের বোলিং কোচের দায়িত্বও সামলাতে হয় জাহিরকে। লখনউ ইতিমধ্যেই বোলিং ভরত অরুণকে কোচ হিসেবে নিয়ে এসেছে।
জাহির ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে, নতুন কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন তিনি। সেক্ষেত্রে শোনা যাচ্ছে কেকেআরের নামও। শেষ আইপিএলে ব্যর্থতার পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছাঁটাই করেছিল কেকেআর। ফলে নাইটদের কোচ, বোলিং কোচ- সব জায়গাই এখন খালি। তবে কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে এব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। এর আগে আগে ২০১৮ থেকে ২০২২–এই চার বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন জাহির। তবে লখনউ কেন ছাড়তে হল জাহির খানকে, তা নিয়ে লখনউ সুপার জায়ান্টসও কোনও মন্তব্য করেনি।