দেশে যুদ্ধের আবহ, মাতৃদিবসে ভারতমাতাকেই কুর্নিশ মিমি চক্রবর্তীর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী তিনি। তবে তারকা হলেও বরাবরই স্পষ্টবক্তা মিমি চক্রবর্তী। রবিবার তারকা থেকে অনুরাগী, সকলেই যখন ব্যস্ত মাতৃদিবসের উদযাপন নিয়ে। সেই সময়ে নিজের জন্ম ভূমি, ভারতমাতার কাছেই নতজানু হলেন তিনি।
এই মুহূর্তে দেশের যুদ্ধের পরিস্থিতি। ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ ঘিরে উত্তাল দেশের অবস্থা। সীমান্তে লড়ে চলেছেন জওয়ানরা। তাঁদের আত্মত্যাগ তো দেশের জন্যেই। এমন পরিস্থিতিতে মিমির পোস্ট যেন একেবারেই উপযুক্ত।

এ দিন, ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে, ভারতমাতাকে ঘিরে রয়েছেন দেশের জওয়ানরা। যে কোনও মুহূর্তে দেশের জন্য প্রাণ দিতে রাজি। ভারতের ম্যাপের মধ্যে একজন নারীর মুখ। পোস্টে লেখা, ‘এই মাতৃদিবসে ভারতমাতাকেই কুর্নিশ জানাই। যিনি আমাদের সব সবকিছু দিয়েছেন। আমাদের মা, আমাদের গর্ব। জয় হিন্দ। শুভ মাতৃদিবস।’ ছবি দু’টি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ মাতৃদিবস আমার দেশ। জয় হিন্দ।’