রবিতে কলকাতায় টেম্বা বাভুমারা, সোমবার শুভমনরা! প্রোটিয়াদের বিরুদ্ধেও ব্রাত্য শামি!

কলকাতায় এ বার ক্রিকেট উৎসব শুরু। ১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তার আগে ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। রবিবার কলকাতায় পৌঁছে যাচ্ছেন টেম্বা বাভুমারা। সোমবার থেকে ইডেনে অনুশীলন করার কথা দক্ষিণ আফ্রিকা দলের। আর সেদিনই রাতে কলকাতায় পা রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।
এই টেস্ট সিরিজে অধিনায়ক শুভমন গিলের ডেপুটি হয়ে ফিরছেন ঋষভ পন্থ। চোট সারিয়ে পন্থ সম্প্রতি ভারতের এ দলের হয়ে খেলেছিলেন। বোঝাই যাচ্ছিল, তিনি কামব্যাক করতে চলেছেন। তবে নজর ছিল রঞ্জিতে প্রথম দু’ম্যাচে দারুণ পারফর্ম করা মহম্মদ শামির দিকে। তিনি সুযোগ পান কিনা, তাই ছিল চর্চার বিষয়। কিন্তু বাংলার হয়ে প্রথম ২ ম্যাচে ১৫ উইকেট নেওয়া শামি ব্রাত্যই থেকে গেলেন।তবে বাংলার ক্রিকেটার আকাশ দীপ সুযোগ পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় ডাক পেয়েছেন আকাশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে খেলা এই ২টি ছাড়া আর কোনও পরিবর্তন আনা হয়নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজটা ঘরের মাঠেই ছিল। ওই সিরিজে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। ইংল্যান্ড সফর চলাকালীন চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। সেকারণে তিনি দলের বাইরে ছিলেন। উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন ধ্রুব জুরেল। সেইসঙ্গে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে এন জগদীশনকেও রাখা হয়েছিল। এ বার জগদীশনকে আপাতত স্কোয়াডের বাইরে রেখে ঋষভ পন্থকে আনা হল। সেইসঙ্গে ব্যাক আপ হিসেবে রইলেন ধ্রুব জুরেল। যিনি অবশ্য ব্যাটার হিসাবেও একাদশে ঢুকতেই পারেন।
দীর্ঘ ৬ বছর আগে, ২০১৯ সালে শেষবার কলকাতায় বসেছিল টেস্ট ক্রিকেটের আসর। গোলাপি বলেন ঐতিহাসিক সেই টেস্ট। মাঝে ইডেনে ওয়ান ডে হয়েছে, টি-২০ খেলে গিয়েছে ভারতীয় দল কিন্তু টেস্ট খেলা থেকে বঞ্চিতই ছিল ইডেন।এ বার পুজোর উৎসব ছেড়ে ক্রিকেট উৎসবে মাততে চায় শহরবাসী।
দেখে নিন ভারতের ১৫ সদস্যের দল
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার) (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডিকল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ
