ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করেও ব্রাত্য শামি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে শ্রেয়স!
নতুন বছরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ ভারতের। ১১ জানুয়ারি থেকে শুরু ওডিআই। তার আগে শনিবার দল নির্বাচন করে ফেলল বিসিসিআই। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করেও শিকে ছিঁড়ল না মহম্মদ শামির ভাগ্যে। ব্রাত্যই থেকে গেলেন তিনি। শামিকে বাদ দিয়েই ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়া মহম্মদ সিরাজ ফিরেছেন দলে। গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়স। সেই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর ফেরা হয়নি তাঁর। এখনও ফিটনেসের ছাড়পত্র না পেলেও শর্তসাপেক্ষ তাঁকেও দলে রাখা হয়েছে।তিনিই সহ অধিনায়ক। তবে তাঁর প্রত্যাবর্তন পুরোপুরি নির্ভর করছে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের ফিটনেস ছাড়পত্রের উপর।অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে পরপর ম্যাচ খেলছেন শামি। ফর্মেও রয়েছেন। তাঁর ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা না থাকলেও কেন বাদ, কেউই জানেন না। দলে থাকলেন ঋষভ পন্থও। তবে আশ্চর্যজনকভাবেই বাদ গেলেন রুতুরাজ গায়কোয়াড়ও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেও জায়গা না পাওয়া প্রশ্ন তুলেছে নির্বাচনী নীতির উপর। শুভমন গিল অধিনায়ক হিসেবে থাকছেন, সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালও দলে জায়গা ধরে রেখেছেন।হার্দিকের বোলিং ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, এখনও ১০ ওভার বল করার অনুমতি পাননি। তাই তাঁকেও দলে রাখা হয়নি। নির্বাচকরা ভরসা করেছেন নীতীশ কুমার রেড্ডির ওপরই। পেস আক্রমণে থাকছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ।
দেখে নিন একনজরে ভারতীয় দল
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং।
