ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা শামির, মাসে খোরপোশ দিতে হবে ৪ লাখ টাকা!

দিনটা যেন খারাপই যাচ্ছে ভারতীয় পেসার মহম্মদ শামির। ইংল্যান্ড সফরে ভারতীয় দলে জায়গা হয়নি। এবার ব্যক্তিগত জীবনেও বড় খেসারতই দিতে হচ্ছে তাঁকে। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন ভারতীয় দলের পেস বোলার মহম্মদ শামির। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে এবার মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ দেওয়ার আদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অজয় মুখোপাধ্যায় আদেশে জানিয়েছেন, মহম্মদ শামি তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসিক দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা করে দেবেন। সব মিলিয়ে মাসে ৪ লক্ষ টাকা করে দিতে হবে মহম্মদ শামিকে। ২০১৮ সালে স্বামীর কাছ থেকে খোরপোশ বাবদ মোট ১০ লক্ষ টাকা করে দাবি করেছিলেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। যার মধ্যে ৭ লক্ষ টাকা করে দাবি করেছিলেন নিজের জন্য আর তিন লক্ষ টাকা মেয়ের পড়াশোনার খরচ বাবদ। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আলিপুর নিম্ন আদালত ২০১৮ সালের ১৬ আগস্ট এক আদেশে জানায়, মহম্মদ শামি তার স্ত্রীকে মাসিক ৫০ হাজার টাকা ও সন্তানের খরচ বাবদ মাসিক ৮০ হাজার টাকা দেবেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাসিন জাহান, যেখানে তিনি জানান ভারতীয় দলের এই ক্রিকেটার ২০২০-২১ অর্থবর্ষে তার আয়কর রিটানের যে তথ্য দিয়েছেন সেই অনুয়ায়ী বছরে প্রায় ৭ কোটি ১৯ লক্ষ ৫৪ হাজার ১০ টাকা তার রোজগার। অন্যদিকে হাসিন জাহান তার ভরণ পোষণ ও নিজের সন্তানের খরচের জন্য মাসে ৬ লক্ষ টাকার বেশি খরচ হয়। হিসাব করলে দেখা যায় মহম্মদ শামির মাসিক আয় প্রায় ৬০ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে হাসিন জাহানের আইনজীবী দাবি করেছিলেন খোরপোশের অর্থ বাড়ানোর।শামি এর জবাবে আদালতকে জানান, তাঁর প্রাক্তন স্ত্রী এক জন সফল মডেল এবং অভিনেত্রী। বিজ্ঞাপনেও কাজ করেন। যদিও আদালত সেই যুক্তি খারিজ করে দেন।কলকাতা হাইকোর্ট সেই পরিপ্রেক্ষিতে মাসিক ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে।