এশিয়া কাপের ট্রফি পেতে ভারতীয় ক্রিকেটারকে উপস্থিত থাকতেই হবে! শর্ত মহসিন নকভির!

0




মাঠে লড়াইয়ের ক্ষমতা হয়নি। মাঠের বাইরে লড়াই জারি রেখেছে পাকিস্তান। ভারতকে কিছুতেই এশিয়া কাপ দেবেন না এসিসি প্রেসিডেন্ট তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি জিতলেও এখনও সেই ট্রফি বুঝে পায়নি ভারত। সেই ট্রফি নাকি রাখা আছে দুবাইয়ে আইসিসির দপ্তরে!   শোনা যাচ্ছে সামনের মাসে, অর্থাৎ নভেম্বরের ১০ তারিখ মহসিন নকভি ভারতের হাতে এশিয়া কাপ ট্রফি তুলে দিতে আগ্রহী। দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনও ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দেবেন তিনি। কিন্তু ভারতীয় ক্রিকেটারকে থাকতেই হবে। নাহলে নয়।
বায়না জুড়েই রয়েছে পাক কর্তার। এদিকে এশিয়া কাপ ফাইনালের পর তিন সপ্তাহ কেটে গিয়েছে। ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় বিতর্কের সূত্রপাত। ট্রফি রেখে দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নকভিও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, নকভিকে তারা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বইয়ে বোর্ডের দপ্তরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। সাইকিয়া জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চাইছেন। প্রথমে নকভিকে জানানো হয়েছে। তিনি যদি জবাব না দেন, তাহলে আইসিসিকে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বিসিসিআই। তবে ভারতীয় বোর্ডের ইমেল পাওয়ার পরই নকভি পালটা একটি মেল করেছে বিসিসিআইকে। জানা গেছে,  তিনি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি হস্তান্তর করতে চান তিনি। সেই অনুষ্ঠানে ভারতের অন্তত এক জন ক্রিকেটারের উপস্থিতি নিশ্চিত করতে বলেছেন এসিসি সভাপতি। এই শর্তে কি বিসিসিআই রাজি হবে, এখন এটাই দেখার। এশিয়া কাপে যতবার দেখা হয়েছে ভারত-পাকিস্তানের, কোনওবারই সূর্যকুমাররা হাত পর্যন্ত মেলালনি। এমনকি পুরস্কার মঞ্চে নকভির হাত থেকে এশিয়া কাপ জয়ের পর ট্রফিও নেননি সূর্যকুমাররা। সেই জলঘোলা এখনও চলছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *