ইস্টবেঙ্গল চাপে পড়লেও, ডার্বির আগে জিতে আত্মবিশ্বাস বাড়াল মোহনবাগান

0

স্পোর্টস ডেস্ক: ১৯ জুলাই কলকাতা লিগের ডার্বি। ইস্টবেঙ্গল শেষ ম্যাচ হারলেও, মোহনবাগান ঠিকই জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল। দারুণ পারফরম্যান্স না করতে পারলেও, জয়টা ঠিকই এদিন হাসিল করে নেয় সবুজ মেরুন ব্রিগেড। কালীঘাট এমএসকে ২-১ গোলে হারিয়েছে ডেগি কার্ডোজোর ছাত্ররা। ম্যাত শুরুর ৪ মিনিটের মধ্যেই সবুজ-মেরুনকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। এরপর অবশ্য লড়াইয়ে ফেরে কালীঘাটও। ম্যাচের ১৮ মিনিটে কালীঘাট এমএস -এর হয়ে দূরপাল্লার শটে সমতা ফেরান সুরজিৎ হালদার।

এরপর দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবার আক্রমণে ঝাঁপায় মোহনবাগান । ম্যাচের ৬৪তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন করণ রাই। পরবর্তী সময়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর গোলের মুখ দেখতে পারেনি কেউই। ফলে, তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় সবুজ মেরুন ব্রিগেডের। এই জয়ের পর পয়েন্ট তালিকায় প্রথম তিনে ঢুকে পড়ল মোহনবাগান। তাদের পয়েন্ট ৫ ম্যাচে ১০। অথচ ঘরোয়া লিগের শুরুটা হার দিয়ে হয়েছিল তাদের। এই জয়ে মোহনবাগান যেমন আত্মবিশ্বাস পেয়েছে, তেমনটা হয়নি অবশ্য ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। ডার্বির আগের দুই ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

প্রথমে কাস্টমসের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ড্র করার পর মঙ্গলবার তারা হেরে গিয়েছে পাঠচক্রের কাছে। লিগের শুরুতে বিশাল ব্যবধানে জিতে শুরু করলেও, বর্তমানে ইস্টবেঙ্গল রয়েছে ৮ নম্বরে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫। শনিবার ডার্বি। যুব দল খেললেও, সম্মানরক্ষার ম্যাচ দু’দলের সমর্থকদের কাছেই। ফলে, মরশুমের প্রথম ডার্বি কোন দল যেতে তাই দেখার। কলকাতা লিগে উলুবেড়িয়ায় অন্য ম্যাচে মেসারার্স ক্লাব ২-১ গোলে ক্যালকাটা কাস্টমসকে পরাজিত করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *