কলকাতা লিগে দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় সবুজ মেরুন, এল বড় জয়
স্পোর্টস ডেস্ক: এই না হলে মোহনবাগান! নামের মান রাখল ডেগি কার্ডোজোর ছেলেরা। ঘুরে দাঁড়াল কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে। তাও আবার মোহনবাগানেরই ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়ের দলকে হারিয়ে। বৃহস্পতিবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্সকে ৪-০ উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। অথচ এই মোহনবাগানই পুলিশের বিরুদ্ধে ০-১ হেরে অপ্রত্যাশিতভাবেই লিগ শুরু করেছিল। প্রথম ম্যাচে অগোছালো পারফরম্যান্সের পর সমর্থকদের কাছ থেকে খারাপ কথা শুনতে হয়েছিল।
তবে বৃহস্পতিবার জয়ধ্বনির মধ্যে দিয়ে মাঠ ছাড়লেন সবুজ-মেরুন জার্সিধারীরা। ম্যাচের ২১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মোহনবাগানের অধিনায়ক সন্দীপ মালিক। ১-০ এগিয়ে যাওয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠে বাগান। তবে ব্যবধান বাড়ে আত্মঘাতি গোলে। ২৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেনন লেন ডৌঙ্গেল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েই বিরতিতে যায় মোহনবাগান।দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে মোহনবাগান। ম্যাচের ৫১ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করেন পাসাং দর্জি। ম্যাচের ৭৩ মিনিটে কফিনের শেষ পেরেকটি পোঁতেন আদিল আবদুল্লাহ। খেলার শেষের দিকে মোহনবাগানের একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়। যদিও শেষপর্যন্ত ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে এবারের কলকাতা লিগে প্রথম জয়ের স্বাদ পায় মোহনবাগান।
অন্যদিকে শুক্রবার কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে কালীঘাট এমএস’কে ৪-০ গোলে হারানো সুরুচি সংঘের সামনে বিনো জর্জের ছেলেরা ৷লাল-হলুদ কোচ বিনো জর্জ বলছেন, ‘প্রথম ম্যাচে জয় পেলেও আমাদের আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে ৷ অনুশীলনে সেটাই ছেলেদের বলেছি ৷’ শুক্রবার কলকাতা লিগে অভিযান শুরু হচ্ছে মহামেডান স্পোর্টিংয়ের ৷ ফুটবলারদের বকেয়া না-মেটানোয় রেজিস্ট্রেশন ব্যান ছিল সাদা-কালো শিবিরের। ২৪ লক্ষ টাকা বকেয়া মেটানোর পরেই কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। মাত্র কয়েকদিনের অনুশীলনেই পুলিশের ব্যারিকেড ভাঙতে চাইছেন এখন মেহরাজ।