আত্মবিশ্বাসই মূলধন মোহনবাগানের, সুপার কাপে লড়াইয়ের আগে সতর্কও করলেন মোলিনা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একেবারে জোড়া আত্মবিশ্বাস। একদিকে আইএফএ শিল্ড জয় অন্যদিকে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর তৃপ্তি। জোড়া সুখ নিয়েই সুপার কাপ অভিযান শুরু করবে শনিবার মোহনবাগান। প্রথম প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। বিদেশিহীন এই দল। তবু সতর্কবার্তা দিয়েই রেখেছেন বাগান কোচ হোসে মোলিনা। কারণ, তাঁর লক্ষ্য স্থির। কোনওভাবে যেন আত্মতুষ্টিতে লক্ষ্যচ্যুত না হয়, সেদিকেই নজর তাঁর। মোলিনা বলেন, ‘ডুরান্ডে আমরা পারিনি। তবে শিল্ড জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের কয়েক জায়গায় আরও উন্নতি প্রয়োজন। আশা করছি, এই প্রতিযোগিতায় আরও ভালো খেলব আমরা। দলের সার্বিক উন্নতি এবং সব বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখাই লক্ষ্য আমার’।
সব ট্রফি এসেছে, বাগানে এখনও সুপার কাপ ঢোকেনি। এ বার সেই লক্ষ্যেই অভিযান শুরু করতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই। তাই চনমনে মেজাজেই ফুটবলাররা। মোলিনা বলেন, ‘আমরা সুপার কাপে খেলতে এসেছি ট্রফি জেতার জন্য। ছেলেরা নিজেরা ১০০% মাঠে উজাড় করে দেবে। আমরা গোল করতে চাই। যত সময় এগোচ্ছে, ততই আমরা উন্নতি করছি। সুপার কাপে মোহনবাগান দল ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছে।’ সবুজ মেরুন ফুটবলার অনিরুদ্ধ থাপা বলেন, ‘আমি ভীষণ খুশি এবং উত্তেজিত। শিল্ড জয়ের পর আত্মবিশ্বাসী গোটা দল। আমরা সেই মোমেন্টাম ধরে রাখতে চাই সুপার কাপেও।’
বিদেশিহীন চেন্নাইয়িন এফসি’র হালকাভাবে নিচ্ছেন না মোলিনা। চেন্নাইয়িনের কোচ ক্লিফোর্ড মিরান্ডা ২০২৩-২৪ মরশুমে মোহনবাগানের সহকারী কোচ ছিলেন। সবুজ-মেরুন দল সম্পর্কে একটা ধারণা রয়েছে তাঁর। মোলিনা বলেন, ‘আমি বলতে পারব না, ওরা বাড়তি সুবিধা পাবে কি না। ম্যাচেই দেখা যাবে। আমি এ সব নিয়ে ভাবি না। নিজের দল, প্রস্তুতি, পরিকল্পনা এ সব নিয়ে থাকি । অন্য দলের সুবিধা-অসুবিধা ভাবা আমার কাজ নয়।’
