ঐতিহ্যের শিল্ডের সাংবাদিক সম্মেলনে এল না বাগান, এলেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ
স্পোর্টস ডেস্ক: ঐতিহ্যের আইএফএ শিল্ড। ১২৫ বছরে এসে শিল্ডের গুরুত্ব মাটিতেই যেন ঠেকেছে। তবু হচ্ছে। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো প্রধান ক্লাবও অংশ নিচ্ছে। মঙ্গলবার আইএফএ শিল্ডের সাংবাদিক সম্মেলনে মোহনবাগান উপস্থিতই হল না। আর ইস্টবেঙ্গল পাঠাল সহকারী কোচ বিনো জর্জকে। ক্যালকাটা রোয়িং ক্লাবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ গ্রহণকারী দলের কোচ ও অধিনায়কেরা ক্যালকাটা রোয়িং ক্লাবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন দলের কোচ ও অধিনায়কেরা।
শিল্ডে মোহনবাগানের প্রথম দলই খেলার কথা। হেড কোচের দায়িত্বে থাকবেন হোসে মোলিনা। মোহনবাগানের প্রতিনিধিদের শিল্ডের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকা প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের এদিন বিকেলে প্র্যাকটিস আছে। সেই কারণে ওরা আসতে পারবে না।’ সোমবার থেকে প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। দুর্গাপুজোর পর অনুশীলনে মন দেন সবুজ মেরুন ফুটবলাররা। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ গোকুলাম কেরালা।

ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোও সাংবাদিক সম্মেলনে না থাকায়শিল্ডে লাল হলুদের কোচের হটসিটে কে থাকবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে শিল্ডেও ব্রুজোরই থাকার কথা। বুধবার কল্যাণী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। উদ্বোধনী ম্যাচ দেখা যাবে বিনামূল্যে। একজনকে তিনটি করে টিকিট দেওয়া হচ্ছে। প্রথম ম্যাচে যাতে কল্যাণী স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ থাকে, সেই লক্ষ্যেই বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, ‘এআইএফএফকে ধন্যবাদ জানাই, কারণ তারা ব্যস্ত সূচির মধ্যেও আইএফএ শিল্ডকে জায়গা করে দিয়েছে। এই বছরে ৬টি দল অংশগ্রহণ করছে আইএফএ শিল্ডে। ফাইনাল ছাড়া সব ম্যাচই সমর্থকরা বিনামূল্যে দেখতে পারবেন’। টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়েছিল আগেই। ছটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছেন। দুই গ্রুপের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। গ্রুপ বিন্যাস অনুযায়ী, ফাইনালের আগে দেখা হবে না কলকাতার দুই প্রধানের। গ্রুপের ম্যাচগুলো কল্যাণী এবং কিশোর ভারতী স্টেডিয়ামে হবে। সময় দুপুর তিনটে। ফাইনাল যুবভারতীতে।