কার্যত বাগানের ফাইনাল! সমর্থকদের কথা ভেবে জিততেই হবে বললেন কোচ মোলিনা

ডেম্পো ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা। ফলস্বরূপ ম্যাচ ড্র করে সুপার কাপে চাপ নিজেরাই বাড়িয়ে ফেলেছেন হোসে মোলিনা। এ বার পাস করতে গেলে যে ডার্বি জিততেই হবে। গোয়াতেই ‘কলকাতা ডার্বি’। পরপর দুই ডার্বি জেতার সুযোগ সেইসঙ্গে সুপার কাপের সেমিফাইনালে যেতে হলে হারাতেই হবে প্রবল প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। সমর্থকদের চাহিদা জানেন তিনি। সেইমতোই দলকে প্রস্তুতও করেছেন ডার্বিতে। তিনি তো পরিষ্কারই বলেছেন, ‘প্রতিটা সমর্থকই চান ডার্বি জিতুক মোহনবাগান। আমরা আগেও তাদের আশা পূরণ করেছি।  ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জয়ের প্রত্যাশা থাকে সব সময়। এর ব্যতিক্রম হবে না। যদি স্টেডিয়ামে সমর্থকরা উপস্থিত থাকতেন, তাহলে আরও ভাল লাগত। সমর্থকদের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত।’
গোয়ায় ডার্বি জয়ের পরিসংখ্যানে এগিয়ে মোহনবাগানই।আইএসএল-এর প্রথম কলকাতা ডার্বিতে ২-০ জয় পেয়েছিল এটিকে মোহনবাগান।এরপর যতবারই গোয়ায় দুই প্রধান মুখোমুখি হয়েছে, জয় পেয়েছে সবুজ মেরুনই। সদ্য আইএফএ শিল্ডের ফাইনালেও টাইব্রেকারে জয় পেয়েছে মোহনবাগান।কিন্তু সুপার কাপের অঙ্ক বলছে, জয় ছাড়া বাগানের সামনে আর কোনও রাস্তাই খোলা নেই। মোলিনা বলেন, ‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই সবসময়ই বেশ কঠিন হয়। গত ২ মরশুমে ইস্টবেঙ্গল যথেষ্টই উন্নতি করেছে।’ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসুও। তিনি জানেন, কোন পরিস্থিতিতে মোহনবাগানকে এই ডার্বি খেলতে হচ্ছে।শিল্ড ফাইনালেও পর, এও কার্যত ফাইনাল সবুজ মেরুন ব্রিগেডের সামনে। শুভাশিস বলেন, ‘ড্র করার জন্য মাঠে নামার থেকে জেতার জন্য নামলে বেশি এগিয়ে থাকব। সবার মাথাতেই থাকবে জেতার কথা। এটা ফাইনালের মতোই। জিতলে সেমিফাইনালে পৌঁছতে পারব। আর হারলে বিদায় নিতে হবে’। মোলিনাও একই সুরে বলেছেন. ‘দলের পরিস্থিতি ভালো, আমাদের ম্যাচ খেলতে হবে এবং কোয়ালিফাই করতে গেলে জিততে হবে’। আগের মরশুমের তুলনায় এবার ছন্দে নেই জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা। একাধিক গোল মিস করছে অস্ট্রেলিয়ান ত্রয়ী। শুভাশিস বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল আসছে না। কিন্তু ম্যাচ তো জিতছি, সদ্য শিল্ড জিতলাম। দল হিসেবে ভালো পারফর্ম করেছি। আমাদের ফোকাস সবসময় সেটপিসে থাকে । চেষ্টা করব সেটপিসকে গোলে কনভার্ট করার।’


 
                       
                       
                       
                      