সোশ্যাল মিডিয়ায় দূরত্ব, মোনালি ঠাকুর কি এ বার বিবাহবিচ্ছেদের পথে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের প্রিয় কণ্ঠ মোনালি ঠাকুর। ‘মোহ মোহ কে ধাগে’ কিংবা ‘সাওয়ার লুঁ’—গানে গানে দর্শকের মন জয় করেছেন তিনি।  কিন্তু গানের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনে নাকি এখন চলছে অশান্তি। সুইজ়ারল্যান্ডের রেস্তরাঁ ব্যবসায়ী স্বামী মাইক রিখ্‌টার-এর সঙ্গে নাকি আর আগের মতো সম্পর্ক নেই গায়িকার। ইনস্টাগ্রামে ‘আনফলো’, ছবি মুছে ফেলা, রহস্যময় পোস্ট—সব মিলিয়ে জল্পনার ঝড় উঠেছে তাঁদের বিয়ে ঘিরে।

২০১৭-তে একেবারে সাদামাঠা অনুষ্ঠানে বিয়ে করেছিলেন তাঁরা। মুম্বইয়ের সেই বিয়ের খবরও প্রকাশ্যে আনতে তিন বছর লেগেছিল। ২০১৯ সাল পর্যন্ত গুঞ্জন, ফিসফাস সব ছিল, কিন্তু তিনি তা জনসমক্ষে আনেননি। ২০২০ সালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ২০১৭ সালে মুম্বইতে সুইৎজারল্যান্ডের মাইক রিখটারকে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের খবর সামনে আসতেই অনেকে সমালোচনা করে ‘গোল্ড ডিগার’ তকমা দিয়েছিলেন, কিন্তু গায়িকা এর জবাবে জানিয়েছিলেন, তাঁর উপার্জন নাকি মাইকের থেকে অনেক বেশি।

শোনা যায়, মাইক নাকি ২০১৬ সালের ক্রিসমাসের রাতে মোনালিকে প্রোপোজ করেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। মোনালিও সাথে সাথেই সম্মতি জানিয়েছিলেন। সব ঠিকঠাকই চলছিল। একসাথে ঘুরে বেড়ানো, চাষবাস থেকে পশুপালন – সব কিছুর ছবি তাদের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরতেন দু’জনেই। তখনো অনেকে বিস্মিত হয়ে বলেছিলেন, কীভাবে এত বছর আড়ালে রাখা গেল সম্পর্ক? সেই বিয়েরই ছায়া কি এ বার ঝাপটা মারছে?

জল্পনার সূত্রপাত ইনস্টাগ্রাম থেকেই। আজকাল আর তাদের একসঙ্গে দেখা যায় না। এক সময় তাদের ভালোবাসার সাক্ষী ছিল ইনস্টাগ্রাম, এখন তা কেবলই স্মৃতি।  মোনালি আর মাইক—দু’জনেই নাকি একে অপরকে ‘আনফলো’ করেছেন। শুধু তাই নয়, বিয়ের সব ছবি প্রোফাইল থেকে উধাও। মাইকের অ্যাকাউন্টও এখন ‘প্রাইভেট’। এ সব মিলিয়ে গুঞ্জন আরও তীব্র হচ্ছে।

এ সব ঘটনার মাঝেই মোনালির সাম্প্রতিক পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে। সম্প্রতি মোনালি একটি মিউজিক ভিডিও-র অংশ শেয়ার করেছেন। সেখানে মানসিক ও শারীরিক নির্যাতনের দৃশ্য রয়েছে। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘এটাই কারণ’। প্রশ্ন উঠেছে, এটা কীসের কারণ? এটাই কি তবে তাঁর আর মাইকের বিচ্ছেদের কারণ? 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed