শেফালির মৃত্যুতে কতটা ‘কাঁটা’! কীভাবেই বা মৃত্যু? ঘনাচ্ছে রহস্য

0




অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যু। তা কি সত্যি কাঁটায় জর্জরিত? জানা গেছে, গতকাল (২৭ জুন) রাতে বুকে ব্যথা শুরু হলে তাকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কয়েকটি সূত্র বলছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অভিনেত্রীর মৃত্যু হয়। তাতেই বেড়েছে রহস্য। তাঁর স্বামী পরাগ সংবাদমাধ্যমে জানান, ‘জারিওয়ালা কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন এবং তাঁকে বাঁচানো যায়নি।’ উল্লেখ্য,তিনিই শুক্রবার রাতে শেফালিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। এরপর শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শেফালিকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মুম্বইয়ের সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বই পুলিশ এখন শেফালির মৃত্যু নিয়ে সন্দেহজনক দৃষ্টিকোণ থেকে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, মৃত্যুর আগের কয়েক ঘণ্টায় কী ঘটেছিল, তার একটা নির্ভরযোগ্য টাইমলাইন তৈরি করার চেষ্টা চলছে। বাড়িতে গেছে ফরেন্সিক দলও। চলছে নিরাপত্তারক্ষী থেকে গৃহপরিচারক, রাঁধুনীকে জিজ্ঞাসাবাদ।সন্দেহজনক কিছু ঘটেছিল কি না—তা বোঝার চেষ্টা চলছে। যদিও এনিয়ে মুখ খোলেনি মুম্বই পুলিশ। কেন এত রহস্য? আর এক সূত্র জানাচ্ছে, হাসপাতালে নয়, বাড়িতেই দেহ পাওয়া যায় শেফালির। এরপরই তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ‘শেফালির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না’। ‘কাঁটা লাগা’-খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুতে তাঁর মা সুনীতা জরিওয়ালার কান্নার ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।ময়নাতদন্তের রিপোর্টের পরই শেফালির মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে আশা করা যাচ্ছে।  মাত্র ৪২ বছর বয়সেই জীবনাবসান অভিনেত্রীর। এক দশকেরও বেশি আগে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ডান্স রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-তে স্বামী পারাগ ত্যাগীর সঙ্গে অংশ নিয়েছিলেন। ‘বিগ বস ১৩’-তেও দেখা গিয়েছিল তাঁকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *